41676

08/28/2025 ঋণের চাপে ৪ মাসের সন্তানকে হত্যার পর স্বামী-স্ত্রীর আত্মহত্যা

ঋণের চাপে ৪ মাসের সন্তানকে হত্যার পর স্বামী-স্ত্রীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

২৭ আগস্ট ২০২৫ ১৭:৫১

ভারতের উত্তর প্রদেশে আর্থিক ঋণের বোঝা সইতে না পেরে চার মাস বয়সি ছেলেকে বিষ খাইয়ে হত্যার পর এক দম্পতি নিজেরাও আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) সকালে উত্তর প্রদেশের সাহারানপুরে নিজ বাড়িতে পৃথক কক্ষে তিনজনের মৃতদেহ খুঁজে পান আত্মীয়রা।

পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন- তাঁত ব্যবসায়ী শচীন গ্রোভার (৩০), তার স্ত্রী শিবানী (২৮) এবং তাদের চার মাস বয়সি ছেলে ফতেহ। ঘটনাস্থল থেকে একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করা হয়েছে, যেখানে শচীন উল্লেখ করেছেন যে তিনি ক্রমবর্ধমান ঋণ এবং আয়ের অভাবের কারণে গভীর আর্থিক কষ্টে ছিলেন।

সুইসাইড নোটে শচীন লিখেছেন, ‘আমার পরিবারের প্রতি কোনো অভিযোগ নেই; তারা সবাই আমাকে সহায়তা করেছে। ঋণ পরিশোধের জন্য দয়া করে আমাদের গাড়ি এবং বাড়ি বিক্রি করে দেবেন, যাতে কেউ বলতে না পারে যে আমাদের ঋণ অনাদায়ী রয়ে গেছে।’

পুলিশ বলছে, ‘মঙ্গলবার রাতে একটি কক্ষে ওই দম্পতি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন এবং শিশুটির মরদেহ অন্য ঘরে পাওয়া যায়। প্রাথমিকভাবে মনে হচ্ছে, বাবা-মা প্রথমে তাদের ছেলেকে বিষ প্রয়োগ করেন, তারপর আত্মহত্যা করেন।’

পুলিশের মতে, পরিবারটি তাদের বাড়ির দ্বিতীয় তলায় থাকত এবং নিচতলায় বসবাসকারী তাদের আত্মীয়রা মৃতদেহ দেখতে পান।

শচীনের মা পুলিশকে জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় তার ছেলে বলেছিল যে তার ব্যাংকে ৫ লাখ টাকা জমা দিতে হবে, কিন্তু সে ৩ লাখ টাকার ব্যবস্থা করতে পেরেছে, যার জন্য সে চাপে ছিল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]