45901

12/14/2025 মালদ্বীপ অবকাশে মিম, ছড়ালেন মুগ্ধতা

মালদ্বীপ অবকাশে মিম, ছড়ালেন মুগ্ধতা

বিনোদন ডেস্ক

১৩ ডিসেম্বর ২০২৫ ১৫:১৩

কাজের ফাঁকে ছুটি কাটাতে দেশের বাইরে প্রায়ই উড়াল দেন ঢালিউড নায়িকা বিদ্যা সিনহা মিম। ভক্তমহলে তাকে ‘ভ্রমণকন্যা’ হিসেবেও ডাকা হয়। এবারও তার ব্যতিক্রম ঘটল না; ছুটির মেজাজে এই শীতেই তিনি উড়ে গেলেন মালদ্বীপে, আর সেখানে একের পর এক খোলামেলা ও আবেদনময়ী রূপে ধরা দিয়ে ভক্তদের চমকে দিচ্ছেন।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে মালদ্বীপে কাটানো নানা মুহূর্তের ছবি প্রকাশ করছেন মিমি। এবার সমুদ্রসৈকত থেকে কয়েকটি নতুন ছবি পোস্ট করলেন, যা বেশ সাড়া ফেলেছে ভক্তমহলে।

এর আগের দিন, গত বৃহস্পতিবারও লাল রঙের খোলামেলা পোশাকে সমুদ্রের পাশে কাঠের ডেকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে মিমকে। লাস্যময়ী রূপে তার সেই ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের নজর কেড়েছিলেন নায়িকা।

তার নিজেকে মেলে ধরার এই ধারাবাহিকতা এখনও অব্যাহত। পরদিন যেন আরও খোলামেলা ও আবেদনময়ী ভঙ্গিতে ধরা দিলেন মিম। সমুদ্রের পাড়ে বালির ওপর সাদা রঙের ব্রালেট ও প্যান্ট পরে শুয়ে আছেন তিনি, পেছনে দেখা যাচ্ছে বিলাসবহুল ওয়াটার ভিলা। অন্য ছবিতে দেখা যাচ্ছে সমুদ্রের দিকে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন তিনি, যা তার ভ্রমণ আনন্দকেই ফুটিয়ে তুলছে।

মিমের ছবিগুলো বেশ সাড়া ফেলেছে, ছড়িয়েছে মুগ্ধতা। বরাবরের মতোই নিজের রূপ-লুকের প্রশংসায় ভাসছেন নায়িকা।

ব্যক্তিগত জীবনের বাইরে এই মুহূর্তে বিদ্যা সিনহা মিম তার আসন্ন সিনেমা নিয়েও ব্যস্ত সময় পার করছেন। শোনা যাচ্ছে, মিম জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভের বিপরীতে একটি নতুন সিনেমার কাজ শুরু করেছেন। এই জনপ্রিয় জুটি এই সিনেমার মাধ্যমে তৃতীয়বারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে ইতোমধ্যে এক সপ্তাহ ধরে এর শুটিং চলছে। শুভ-মিম জুটির নতুন কাজের খবর ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]