46114

12/21/2025 দক্ষিণ আফ্রিকায় পানশালায় ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত ৯

দক্ষিণ আফ্রিকায় পানশালায় ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

২১ ডিসেম্বর ২০২৫ ১২:০৭

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে বেকার্সডাল টাউনশিপে একটি পানশালায় বন্দুকধারীদের হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

দেশটির স্থানীয় সময় রাত ১টার দিকে এই ঘটনা ঘটে।

রবিবার এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, হামলাকারীদের খুঁজে বের করতে অভিযান চলছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১২ জন সাদা রঙের একটি গাড়িতে এসে পানশালার ঢুকে গ্রাহকদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পরে নির্বিচারে গুলি করতে করতে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

পানশালাটি লাইসেন্সধারী বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

দক্ষিণ আফ্রিকার সরকারি সম্প্রচার মাধ্যম এসএবিসির খবরে বলা হয়েছে, হামলাকারীরা কেবল পানশালার ভেতরের গ্রাহকদের নয়, বাইরে থাকা পথচারীদেরও লক্ষ্য করে গুলি চালিয়েছিল।

হামলার সময় পানশালায় থাকা লোকজন চিৎকার শুরু করেন। প্রাণ বাঁচাতে তারা দ্বিগ্বিদিক ছুটতে থাকেন।

গাউটেং প্রদেশের পুলিশ কমিশনারের দায়িত্বপ্রাপ্ত ফ্রেড কেকানা জানান, ‘আমরা এখনো প্রত্যক্ষদর্শীদের বিবৃতি সংগ্রহ করছি। জাতীয় অপরাধ ও ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।’ কে বা কারা হামলায় জড়িত সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ধারণা দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

কিছু মিডিয়ার প্রতিবেদনে মৃতের সংখ্যা ১০ জন উল্লেখ করা হয়েছে। গাউটেং প্রদেশের পুলিশ মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিদিলি এএফপি নিউজ এজেন্সিকে বলেন, ‘বন্দুক হামলায় দশজন নিহত হয়েছেন। তাদের পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]