46150

12/22/2025 বেনজীরের ৪ ফ্ল্যাটের সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর

বেনজীরের ৪ ফ্ল্যাটের সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর

আদালত প্রতিবেদক

২২ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৩

সাবেক আইজিপি বেনজীর আহমেদের জব্দকৃত চারটি ফ্ল্যাটের সব সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন।

সোমবার (২২ ডিসেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে ১০ নভেম্বর নজিরবিহীন দুর্নীতির অভিযোগে আলোচনায় থাকা সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলার চার্জশিটের অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে তার সম্পদের তথ্য পেতেও সংস্থাটির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়।

এদিন মামলা হয়েছে সাবেক এমপি রাশেদ খান মেননসহ ৫৭ জনের বিরুদ্ধে। এদিকে অর্থ পাচারের অভিযোগে বিএনপি মনোনীত চাঁদপুর-২ আসনের প্রার্থী জালাল উদ্দিনকে সপরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতির অভিযোগে আলোচনায় থাকা সাবেক আইজিপি বেনজীর আহমেদের জব্দ করা চারটি ফ্ল্যাটের সব সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করা হয়। আদালতের আদেশে গুলশানে বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাটে থাকা আধুনিক আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, এমনকি শার্ট-প্যান্ট, জুতার মতো ব্যক্তিগত সামগ্রীসহ ৭৯২ ধরনের মালামাল হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে দুদক।

নিলামে মালামাল নষ্টের ঝুঁকি এড়াতে ত্রাণ তহবিলে পাঠানো হয়েছে বলে জানান মহাপরিচালক আক্তার হোসেন।

এদিকে দুদকের আবেদনে অর্থপাচারের অভিযোগে চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জালাল উদ্দিন ও তার স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এদিন উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতির অভিযোগে সাবেক এমপি রাশেদ খান মেননসহ ৫৭ জনের আলাদা দুটি মামলা করেছে দুদক।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]