46200

12/24/2025 চট্টগ্রাম থেকেই ঢাকা যাচ্ছেন ১০ লাখ লোক, ভাড়া হয়েছে বিশেষ ট্রেন-বাস

চট্টগ্রাম থেকেই ঢাকা যাচ্ছেন ১০ লাখ লোক, ভাড়া হয়েছে বিশেষ ট্রেন-বাস

চট্টগ্রাম থেকে

২৪ ডিসেম্বর ২০২৫ ১৯:১৪

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। প্রত্যাবর্তনে তাকে স্বাগত জানাতে চট্টগ্রামসহ সারা দেশ থেকে দলের নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষও এখন রাজধানীমুখী। ইতোমধ্যে অনেকে আগেভাগেই ঢাকায় অবস্থান নিয়েছেন।

তারেক রহমানকে স্বাগত জানাতে কক্সবাজার থেকে ঢাকায় অবস্থান করা ছাত্রদল নেতা আহসান হাবীব বলেন, ‘ফ্যাসিবাদীরা তারেক রহমানকে এতদিন দেশে আসতে দেয়নি। দীর্ঘদিন পর আমাদের নেতা দেশে ফিরছেন, পুরো দেশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তাকে স্বাগত জানাতে লাখো নেতাকর্মী উপস্থিত হবেন। ধারণা করা হচ্ছে, এযাবৎকালের সবচেয়ে বড় জমায়েত হবে ৩০০ ফিট এলাকায়। এই মুহূর্তের সাক্ষী হতে কক্সবাজার থেকে এসেছি।’

বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানকে বরণ করতে চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক জেলাগুলো থেকে ৭ থেকে ১০ লাখ লোক ঢাকায় যাবেন। এর মধ্যে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা থেকে যাবেন এক লাখ। দলের পক্ষ থেকে ভাড়া করা ট্রেন, বাস, মাইক্রোবাস ও হাইয়েসে করে গত কয়েক দিন ধরে ঢাকা যাচ্ছেন তারা। ব্যক্তিগত উদ্যোগেও যাচ্ছেন অনেকে।

জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান। এদিন ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তাকে দেওয়া হবে সংবর্ধনা, যেখানে লাখ লাখ লোকের সমাগম ঘটবে।

চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল বলেন, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক জেলাগুলো থেকে ৭ থেকে ১০ লাখ মানুষ যাবেন ঢাকায়। এর মধ্যে শুধু চট্টগ্রাম জেলা থেকে লাখের ওপর লোক যাবেন। মহানগর থেকেও যাবে। আমরা দুটি স্পেশাল ট্রেনও নিয়েছি।

তিনি বলেন, এ ধরনের সাড়া অতীতে আমরা কখনও পাইনি। অন্যান্য সময়ে যে পরিমাণ লোক আমাদের কর্মসূচিতে আসত, তার চেয়ে ১০ গুণ বেশি লোকের সমাগম হতে পারে ২৫ ডিসেম্বরআমার নির্বাচনী এলাকা হাটহাজারী থেকে একশোর বেশি বাস ও ৮৫টি মাইক্রোবাস ভাড়া করা হয়েছে নেতাকে স্বাগত জানাতে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার বলেন, দীর্ঘ ১৭১৮ বছর পর তারেক রহমানকে দেশের মানুষ কাছে পাবেন। স্বাভাবিকভাবেই মানুষ খুশিতে আত্মহারা। তারেক রহমান দেশে না থাকলেও নেতাকর্মীদের কাছাকাছি ছিলেন। অনলাইনে তার বক্তব্য শুনেছেন। এখন সবাই স্বচক্ষে দেখবেন। বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সারা দেশের মানুষ উদ্‌গ্রীব হয়ে অপেক্ষা করছেন ২৫ ডিসেম্বরের জন্য।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করার জন্য মহানগর থেকে অনেকে ঢাকায় চলে গেছেন, অনেকে পথে আছেন।

তিনি বলেন, দুটি ট্রেনের সম্পূর্ণ, আরেকটির অর্ধেক টিকিট পাওয়া গেছে। পাশাপাশি অন্য ট্রেন থেকেও টিকিটের ব্যবস্থা করা হয়েছে। মহানগর থেকে ১০০টি বাস এবং দেড়শো মাইক্রো ও হাইয়েস ভাড়া করা হয়েছে। এর বাইরে প্রতিটি ওয়ার্ড থেকেও নিজ উদ্যোগে নেতাকর্মীরা বাসমাইক্রোতে লোকজন নিয়ে যাবেন। এ রকম আরও ১০০ বাস ও শতাধিক মাইক্রো যাবে। আসলে যে হারে মানুষ যেতে চাচ্ছে, গাড়ি না পাওয়ায় সেভাবে আমরা সহযোগিতা (সাপোর্ট) দিতে পারছি না।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]