5864

04/30/2025 অগ্রিম টাকা নিতে পারবে না ই-কমার্স প্রতিষ্ঠানগুলো

অগ্রিম টাকা নিতে পারবে না ই-কমার্স প্রতিষ্ঠানগুলো

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট ২০২১ ২৩:২১

গ্রাহকের কাছ থেকে পণ্য বা সেবার অগ্রিম মূল্য সরাসরি নিজস্ব ব্যাংক হিসাবে নিতে পারবে না ই-কমার্স প্রতিষ্ঠান। এছাড়া ঝুঁকি বিবেচনায় যথাযথ তদারকি নিশ্চিত করে লেনদেনের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (৩০ আগষ্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

সম্প্রতি পণ্যের ক্রয় আদেশের বিপরীতে সরাসরি ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে গ্রাহকদের নির্দেশনা দিচ্ছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো। কিন্তু গ্রাহকরা যাতে নতুন করে প্রতারণার শিকার না হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ করে বাণিজ্য মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোকে নতুন এই নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]