6723

05/02/2025 প্রথম নারী প্রধানমন্ত্রী পেল তিউনিসিয়া

প্রথম নারী প্রধানমন্ত্রী পেল তিউনিসিয়া

আর্ন্তজাতিক ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২১ ১৬:২০

আফ্রিকা অঞ্চলের দেশ তিউনিসিয়া এই প্রথম কোন নারী প্রধানমন্ত্রী পেল। বুধবার (২৯ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট কাইস সাইদ স্বল্পপরিচিত বিশ্ববিদ্যালয় প্রকৌশলী নাজলা বুদেন রোমজানেকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

গত জুলাইয়ে সাবেক প্রধানমন্ত্রীকে বরখাস্ত, পার্লামেন্ট স্থগিতসহ সরকারে নিজের ব্যাপক নির্বাহি ক্ষমতা প্রয়োগ করেন প্রেসিডেন্ট সাইদ। এরপর থেকে নতুন সরকার গঠনের জন্য সাইদের ওপর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ আসতে শুরু করে। গত সপ্তাহে সংবিধানের অধিকাংশ বিধানকে পাশ কাটিয়ে সাইদ জানিয়েছিলেন, তিনি ডিক্রি জারির মাধ্যমে দেশ শাসন করতে পারবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার সাইদ জানিয়েছেন, তিনি নাজলা বুদেন রোমজানেকে দ্রুত নতুন সরকার গঠনের অনুরোধ জানিয়েছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]