6755

05/02/2025 ইন্দোনেশিয়ায় রাইস কুকারের সঙ্গে বিয়ে!

ইন্দোনেশিয়ায় রাইস কুকারের সঙ্গে বিয়ে!

আর্ন্তজাতিক ডেস্ক

১ অক্টোবর ২০২১ ১৯:৩৯

সম্প্রতি ঘটেছে অদ্ভুত মজার এক ঘটনা। যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
কাহিরোল আনাম নামের এক ইন্দোনেশিয়ান প্রথা ও আইন মেনে রাইস কুকারের সঙ্গে বিবাহবদ্ধনে আবদ্ধ হয়েছেন।

টুইটারে ভাইরাল হওয়া পোস্টে দেখা যায়, বিয়ের আগে প্রিয় রাইস কুকারটিকে কনের সাজে সাজিয়েছেন সেই ব্যক্তি। এরপর প্রথা ও আইন মেনে বিয়ের প্রক্রিয়া সম্পন্ন করছেন। ভাইরাল হওয়া সেই পোস্টে তাকে রাইস কুকারটিকে চুমুও খেতে দেখা গেছে। ছবির ক্যাপশনে লেখা রয়েছে, ‘সাদা, চুপচাপ, রান্নায় পারদর্শী, স্বপ্নের মতো।’

কাহিরোল আনাম নামের এই ইন্দোনেশিয়ান ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই অদ্ভুত বিয়ের খবরটি জানিয়েছেন। তার দাবি, গত ২০ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তিনি। ফেসবুক পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সাদা, চুপচাপ, পারফেক্ট। খুব বেশি কথা বলে না, রান্নায় ভালো, স্বপ্ন সত্যি হলো। তোমাকে ছাড়া আমার ভাত রান্না হয় না।’

তবে এই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি। চারদিন পরেই ডিভোর্সের ঘোষণা দেন আনাম। কারণ হিসেবে তিনি জানান, ভাত চমৎকার হলেও অন্য পদের রান্নায় পারদর্শী না এই রাইস কুকার।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]