রোমানিয়ার বন্দর নগরী কন্সটান্টায় হাসাপালে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৯ করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। খবর-আনাদোলু এজেন্সি ও ইউরো নিউজের।
আগুন লাগার পর পুরো করোনা ইউনিট খালি করে ফেলা হয়। এরপর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তার আগেই ৯ করোনা রোগীর মৃত্যু হয়।
তবে কি কারণে আগুনের সুত্রপাত হয়েছে সেটা এখনো জানা যায়নি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আত্তিলা সিসেকে।
জানা যায়, আগুন লাগার সময় হাসপাতালটির ১০টি আইসিইউ ইউনিটে মোট ১১৩ করোনা রোগীর চিকিৎসা চলছিল।
অবশ্য রোমানিয়ার হাসপাতালে আগুন লাগার ঘটনা এটাই প্রথম নয়। এক বছরের মধ্যে কয়েকটি হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং প্রত্যেকটি হাসপাতালই বেশ পুরনো।