6783

04/30/2025 হাঁটুতে চোট পেলেন কৃতি স্যানন

হাঁটুতে চোট পেলেন কৃতি স্যানন

বিনোদন ডেস্ক

২ অক্টোবর ২০২১ ২৩:৪৪

হাঁটুতে চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন কৃতি। ছবিতে এই অভিনেত্রীর হাঁটুতে ধূসর রঙের নী-ক্যাপ সবার চোখে পড়েছে।

একটি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কৃতি তার ডান পায়ের হাঁটুর লিগামেন্টে আঘাত পেয়েছেন। এজন্য তার হাঁটু কিছুটা ফুলে গেছে। চিকিৎসক জানিয়েছে, সুস্থ হতে কিছুদিন বিশ্রাম নিতে হবে। আর নী-ক্যাপটি কৃতিকে দ্রুত সুস্থ হতে সাহায্য করবে।

তবে এটি খুবই ছোটখাটো আঘাত। উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছে সূত্রটি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]