7319

05/01/2025 জেনে নিন গলার সৌন্দর্য রক্ষায় ঘরোয়া উপায়!

জেনে নিন গলার সৌন্দর্য রক্ষায় ঘরোয়া উপায়!

লাইফস্টাইল ডেস্ক

২৮ অক্টোবর ২০২১ ২১:৫৮

বয়স এমন একটি জিনিস যা বাড়ার সাথে সাথে দেখা দেয় শারীরিক বিভিন্ন লক্ষণ। এরমধ্যে একটি হল গলায় ভাজ পড়া। বয়স বাড়ার সাথে সাথে যখন গলায় ভাজ পড়ে তখন মেনে নেওয়া যায়। তবে তা যদি হয় বয়সের আগেই তাহলে আর সেটা দেখতে মোটেই সুখকর নয়।

অধিকাংশ মানুষই মুখ, হাত ও পায়ের সৌন্দর্যের দিকে খেয়াল রাখলেও গলার ত্বকের দিকে খুব একটা মনোযোগ দেন না। যত্নের কারণে মুখ ও হাত পায়ের ত্বকের বয়সের ছাপ কমান গেলেও গলার ভাঁজে তা ফুটে ওঠে।

রূপ বিশেষজ্ঞ ও ‘রেড বিউটি স্যালনের’ কর্ণধার আফরোজা পারভিন মুখ ও হাত পায়ের ত্বকের পাশাপাশি গলার ত্বকের যত্ন নেওয়ার পরামর্শ দেন।

তার মতে, গলার ভাঁজ ও বলিরেখা বয়সের ছাপ সুস্পষ্ট করে তোলে। তাই ভাঁজ পড়ার আগেই এর প্রতি নজর দেওয়া উচিত।

গলায় বলিরেখা দেখা দেওয়ার অন্যতম কারণ হল গোসলের পরে তোয়ালে দিয়ে সঠিকভাবে পানি না মোছা। গোসলের পরে তোয়ালে দিয়ে বেশ জোর প্রয়োগ করে বা এলোমেলোভাবে গলার ত্বক মুছলে ক্ষুদ্র ভাঁজের সৃষ্টি হয় যা বলিরেখা বাড়ায়।

গলার ত্বক ভালো রাখতে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হল এর আর্দ্রতা রক্ষা করা। যে কোনো ঋতুতেই আর্দ্রতা রক্ষা করতে ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]