8146

05/03/2025 গ্রিসে নৌকা ডুবে ১৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

গ্রিসে নৌকা ডুবে ১৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২১ ০৬:০১

গ্রিসে নৌকা ডুবে ১৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। তুরস্ক থেকে ইতালির উদ্দেশ্যে ৮০ জনকে নিয়ে যাত্রাকালে পথে এজিয়ান সাগরে ডুবে যায় নৌকাটি।

এথেন্স নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতভর উদ্ধার তৎপরতা চালায় কোস্টগার্ড ও উদ্ধারকারী দল। সেখান থেকে তিন নারী ও এক শিশু এবং ১২ জন পুরুষের লাশ উদ্ধার করা হয়। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (২৫ ডিসেম্বর) দেশটির কোস্ট গার্ড জানায়, দুর্ঘটনাকবলিত এলাকায় বিমানসহ প্রয়োজনীয় সহায়তা পাঠানো হয়েছে। ডুবে যাওয়া পাল তোলা নৌকা থেকে ৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে আসা শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীরা অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশ করতে গ্রিসকে অন্যতম রুট হিসেবে ব্যবহার করে থাকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]