8221

05/05/2025 হত্যা মামলায় পিতা-পুত্রের যাবজ্জীবন

হত্যা মামলায় পিতা-পুত্রের যাবজ্জীবন

লক্ষীপুর থেকে

২০ জানুয়ারী ২০২২ ০৩:৩৫

ডাব পাড়াকে কেন্দ্র করে আব্দুল মন্নান নামের এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় পিতা-পুত্রেক যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার ১৯ জানুয়ারি, দুপুরে লক্ষীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ দন্ড দেন। একই সাথে সাজা পাওয়া আসামীদের প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর করে কারাদন্ড দেয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন উপজেলা বায়পুরের সোনাপুর গ্রামের বাসিন্দা ৫০ বছর বয়সী ফিরোজ আলম এবং তার ছেলে ২০ বছর বয়সী জুয়েল।

আদালত সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামে নাছির আলী বাড়ীতে ডাব পাড়াকে কেন্দ্র করে আব্দুল মন্নানকে পিটিয়ে হত্যা করে দন্ডিত ব্যাক্তিরা। ঘটনা ঘটে ২০১৫ সালের ২৮ জুলাই। এ ঘটনায় নিহতের পিতা ইসমাইল জবিউল্লাহ বাদী হয়ে ফিরোজ আলম এবং তার ছেলে জুয়েলকে আসামী করে থানায় মামলা করেন। পরে একই বছরের ২৫ ডিসেম্বর এ দু’জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি এবং একাধিক স্বাক্ষ্য গ্রহণ শেষে ফিরোজ আলম এবং তার ছেলেকে যাবজ্জীবন কারাদন্ড ও অর্থ দন্ড দেয় আদালত।

এসএন/জুআসা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]