8226

05/03/2025 অবশেষে বিধ্বস্ত টোঙ্গায় যাচ্ছে সাহায্যকারী বিমান

অবশেষে বিধ্বস্ত টোঙ্গায় যাচ্ছে সাহায্যকারী বিমান

ইন্টারন্যাশনাল ডেস্ক:

২০ জানুয়ারী ২০২২ ২২:০৯

স্মরণকালের ভয়াবহ অগ্নুৎপাত, ভূমিকম্প ও সুনামীতে বিধ্বস্ত টোঙ্গায় অবশেষে সাহায্য পাঠিয়েছে প্রতিবেশি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। প্রায় চার দিন পর প্রশান্ত মহাসাগরীয় এ দ্বীপ রাজ্যে সাহয্য পাঠাচ্ছে দেশ দু’টি।

অগ্নুৎপাত ‍ও সুনামীর কারণে দেশটির রাস্ত-ঘাট, ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। নিউজ চ্যানেল আলজাজিরা জানায়, টোঙ্গার নুকু’আলোফা বিমানবন্দরের রানওয়েতে পড়েছিল অগ্নুৎপাত পরবর্তী ভষ্মীভূত ছাই এবং সুনামীর তোড়ে ভেসে আসা ঘরবাড়ির ধ্বংসাবশেষ। এগুলো সরিয়ে ত্রাণ বহনকারী বিমান নামার উপযোগি করতে কয়েকদিন সময় লেগে গেছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।

মানবিক ত্রাণ নিয়ে নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে দেশটির বিমান বাহিনীর একটি সি-১৩০ বিমান বৃহষ্পতিবার শেষ রাতের দিকে ছেড়ে গেছে। ত্রাণ সাহায্যের মধ্যে রয়েছে সুপেয় পানি, পারিবারে নিত্য ব্যবহার্য সামগ্রী এবং যোগাযোগ ব্যবস্থার সামগ্রী। এদিকে মানবিক সাহায্য দিয়ে বিমান পাঠিয়েছে অস্ট্রেলিয়াও। এবারের ধ্বংসযজ্ঞে রাস্তাঘাটের পাশাপাশি বিচ্ছিন্ন হয়ে গেছে টোঙ্গার টেলি যোগাযোগ ব্যবস্থাও।

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে আকাশ পথে চার ঘন্টার দূরত্ব টোঙ্গার। সাহায্য বিমানগুলো টোঙ্গার নুকু’আলোফা বিমানবন্দরে মাত্র ৯০ মিনিটের মত অবস্থান করে ফিরে আসার কথা। কারণ টোঙ্গা পৃথিবীর অন্যতম দেশ, যেখানে করোনা মহামারী প্রভাব বিস্তার করতে পারেনি।

এসএন/জুআসা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]