9178

04/30/2025 স্ত্রীর ভয়ে দীপিকার প্রশংসা করলেন না অভিষেক!

স্ত্রীর ভয়ে দীপিকার প্রশংসা করলেন না অভিষেক!

বিনোদন ডেস্ক

৯ এপ্রিল ২০২২ ২১:১৫

অভিনেত্রী দীপিকা পাডুকোনকে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। অভিষেকও কি তাকে ভালোবাসেন? অন্তত দাসভি সিনেমার সংলাপ তাই বলছে। তবে সেটি কি শুধুই সংলাপ ছিল, নাকি মনের কথা? দলবল নিয়েই কপিল শর্মা শোতে উপস্থিত ছিলেন অভিষেক, সেখানেই এমন প্রশ্নের মুখে পড়লেন তিনি।

কপিল নিজেও দীপিকার অন্ধ ভক্ত। যথারীতি অভিষেককে সামনে পেতেই জিজ্ঞেস করলেন, সেই লাইন– দীপিকাকে সবাই ভালোবাসে এটা স্ক্রিপ্টে ছিল নাকি নিজের মতো করেই বলে দিয়েছিলেন? বিপদ বুঝেই অভিষেকের জবাব, আরে না না! লেখাই ছিল, না হয় আমি অন্যকিছু বলে দিতাম। দিন শেষে বাড়িতে তো ঢুকতে হয় কপিল। তার জবাবে হেসে খুন সবাই।

বলাই বাহুল্য, স্ত্রী ঐশ্বর্যর ভয়েই এ কথা বলেছেন অভিষেক। তাহলে কী শান্তিতে প্রশংসা করতেও বাঁধে তার? যদিওবা দীপিকার সঙ্গে খুব কম ছবিতেই অভিনয় করেছেন অভিষেক, তার মধ্যে একটি হ্যাপি নিউ ইয়ার।

এসএন/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]