9691

12/14/2025 হাতিরঝিলে সাংবাদিকের ক্ষতবিক্ষত লাশ

হাতিরঝিলে সাংবাদিকের ক্ষতবিক্ষত লাশ

নিজস্ব প্রতিবেদক

৯ জুন ২০২২ ০১:৫০

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে একজনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম আবদুল বারি। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের প্রডিউসার ছিলেন।

বুধবার (০৮ জুন) ভোরে পুলিশ প্লাজার উল্টোদিকে বারির লাশ পাওয়া যায়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, আবদুল বারির দেহে আঘাতের অনেক চিহ্ন রয়েছে। গলায় কাটা দাগও পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পাশ থেকে পুলিশ একটি ছুরি উদ্ধার করেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]