9821

12/14/2025 বিশ্বকাপ স্টেডিয়ামে আক্রমণ ঠেকাতে ড্রোন ব্যবহার করবে কাতার

বিশ্বকাপ স্টেডিয়ামে আক্রমণ ঠেকাতে ড্রোন ব্যবহার করবে কাতার

ক্রীড়া ডেস্ক

২৫ জুলাই ২০২২ ০৪:০৯

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে ফিফা বিশ্বকাপ চলাকালীন সম্ভাব্য আক্রমণ ঠেকাতে স্টেডিয়াম ও এর চারপাশে ড্রোন ব্যবহার করবে কাতার।

এ নিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি ফোরটেম টেকনোলোজিসের সঙ্গে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চুক্তি হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, বিশ্বকাপের ভেন্যুগুলোতে অন্য ড্রোন থেকে আক্রমণ ঠেকাতে ইন্টারসেপ্টর ড্রোন ব্যবহার করা হবে। এছাড়া নিরাপত্তা সংক্রান্ত হুমকি রক্ষায় অন্য ড্রোন খুঁজে পাওয়া ও নিষ্ক্রিয় করাই হবে ফোরটেম কোম্পানির কাজ।

রিপোর্টে ফোরটেম জানায়, এই চুক্তির ফলে সাধারণের মাঝে যে ভীতি থাকবে তা দূর হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]