সমাবেশের অনুমতির জন্য ডিএমপি কমিশনার কার্যালয়ে বিএনপি
প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২২ ২১:৪৮
আপডেট:
১ মে ২০২৫ ০৩:২৮

আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগের গণ সমাবেশের অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করতে বিএনপি নেতারা ডিএমপি কার্যালয়ে প্রবেশ করেছেন।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় মিন্টো রোডের ডিএমপি কমিশনারের কার্যালয়ে একে একে বিএনপির নেতারা প্রবেশ করেন।
বিএনপি ও ডিএমপি সূত্রে জানা গেছে, ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করতে বিএনপির পক্ষ থেকে ডিএমপি কার্যালয়ে প্রবেশ করেছেন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুস সালাম, দক্ষিণের আহ্বায়ক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেল সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।
সম্পর্কিত বিষয়:
গণ সমাবেশ
আপনার মূল্যবান মতামত দিন: