বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


সড়কে চলছে বিএনপির বিক্ষোভ, যান চলাচল বন্ধ


প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৩ ০২:৪৭

আপডেট:
১ মে ২০২৫ ২৩:৪৬

ছবি সংগৃহিত

১০ দফা ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। সোমবার (১৬ জানুয়ারি) নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে দলটি। যার কারণে নয়াপল্টন এলাকার ভিআইপি সড়কের একপাশে যান চলাচল বন্ধ রয়েছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী বিক্ষোভ সমাবেশে অংশ নিতে দুপুর ১২টার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট-ছোট মিছিল নিয়ে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কে জড়ো হতে থাকে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। শুরুতে সড়কের একটি অংশে সীমিত পরিসরে যান চলাচল চালু থাকলেও নেতা-কর্মীদের উপস্থিতি সড়কে বেড়ে গেলে তা বন্ধ হয়ে যায়। এতে করে এই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষকে দুর্ভোগের পড়তে হয়।

এদিকে, সমাবেশকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপির কার্যালয়ে ও আশপাশের সড়কে সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি নয়াপল্টনে চায়না টাউনের সামনে রাখা হয়েছে প্রিজনভ্যান, জল কামান।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার দেশ থেকে ১০ হাজার কোটি টাকা পাচার করেছে। এদের থেকে দেশকে রক্ষা করতে হলে আন্দোলনের বিকল্প নেই। আর আন্দোলন এখন জনগণের হাতে চলে গেছে ।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top