শনিবার, ৩রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


ডিএমপির অনুমতি মেলেনি

সমাবেশের সিদ্ধান্ত নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত


প্রকাশিত:
১ আগস্ট ২০২৩ ১৭:৫৯

আপডেট:
৩ মে ২০২৫ ১৭:২৩

 ফাইল ছবি

সমাবেশের ঘোষণা দিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছে জামায়াতে ইসলামী। আনুষ্ঠানিকভাবে ডিএমপি কমিশনারের কাছে আইনজীবী প্রতিনিধিদল পাঠিয়েও অনুমতি চেয়েছে দলটি।

তবে সোমবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্পষ্ট বলে দিয়েছেন অনুমতি দেওয়া হবে না জামায়াতকে।

এরপর দলটির ঊর্ধ্বতন নেতাদের পক্ষ থেকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে দৌড়ঝাঁপ চলছে। এর মধ্যেই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১১টায় সংবাদ সম্মেলন করবে দলটি।

মঙ্গলবার দুপুর ২টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিন দফা দাবি আদায়ে সমাবেশের ডাক দিয়েছে দলটি। দাবিগুলো হলো– তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, আলেম ওলামা ও জামায়াত আমিরের মুক্তি এবং সরকারের পদত্যাগ।

দলটির সিনিয়র নেতারা বলছেন, পুলিশের সহযোগিতায় শান্তিপূর্ণ সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী। সমাবেশ কর্মসূচি সফলের লক্ষ্যে প্রচারপত্র বিলি, একাধিক সমন্বয় ও প্রস্তুতি সভাও করেছে দলটি।

তবে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, বায়তুল মোকাররম উত্তর গেটে কোনো সভা সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না জামায়াতকে।

মঙ্গলবার (১ আগস্ট) সকালে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মু. আতাউর রহমান সরকার জানান, আজকের সমাবেশের আপডেট জানতে বেলা ১১টা পর্যন্ত সবাইকে ধৈর্য সহকারে অপেক্ষা করার অনুরোধ করছি।

সোমবার রাতে যোগাযোগ করা হলে দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ঢাকা পোস্টকে বলেন, অনুমতি চাওয়াটা ফরমাল কিন্তু অনুমতি পাওয়াটা রাজনৈতিক দল হিসেবে অধিকার। আমরা অপেক্ষা করছি। আমরা মনে করি ডিএমপি অনুমতি দেবে।

তিনি বলেন, সমাবেশ কর্মসূচির বিষয়টি নিয়ে মঙ্গলবার (১ আগস্ট) আমরা একটি সিদ্ধান্তে আসতে চাই। বেলা ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।

এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ঢাকা পোস্টকে বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। সমাবেশ করার জন্য আমরা আনুষ্ঠানিকভাবে অনুমতি ও সার্বিক সহযোগিতা চেয়ে আবেদন করেছি। আমরা আশা করছি ডিএমপি আমাদের অনুমতি দেবে।

ডিএমপি অনুমতি দেবে না– এমনটি জানিয়েছেন কমিশনার। এ প্রসঙ্গে জানতে চাইলে মতিউর রহমান আকন্দ বলেন, এটা তো গায়ের জোরের কথা হয়ে গেল। জামাত এর আগে পুলিশের অনুমতিতে শান্তিপূর্ণ সমাবেশ করেছে। কোনো ধরনের অপ্রীতিকর কিছু ঘটেনি। তাহলে ১ আগস্ট জামায়াত কেন অনুমতি পাবে না, সে ব্যাখ্যাটি ডিএমপিকে দিতে হবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top