শুক্রবার, ২৯শে আগস্ট ২০২৫, ১৩ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


প্রকৌশল শিক্ষার্থীদের ওপরে পুলিশি হামলা ফ্যাসিস্ট চরিত্রের পুনরাবৃত্তি


প্রকাশিত:
২৮ আগস্ট ২০২৫ ১২:২৪

আপডেট:
২৯ আগস্ট ২০২৫ ০৪:০৭

ছবি সংগৃহীত

প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবি পূরণসহ চলমান আন্দোলন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। তিনি বলেন, প্রকৌশল শিক্ষার্থীদের ওপরে পুলিশি হামলা ফ্যাসিস্ট চরিত্রের পুনরাবৃত্তি।

বৃহস্পতিবার(২৮ আগস্ট) এক বিবৃতিতে বলেন, বুয়েটসহ ইঞ্জিনিয়ারিং বিশ্বিবদ্যালয়গুলোতে দেশের সেরা মেধাবীরা পড়াশোনা করে। তাদের পেশাগত মর্যাদা নিয়ে যে জটিলতা সেটা একদিনে তৈরি হয় নাই বরং বহুদিনের নীতি বিশৃঙ্খলা ও উদাসীনতা এই সমস্যা তৈরি করেছে। রাজনৈতিক সদিচ্ছা থাকলে এবং সংশ্লিষ্টরা সচেতন হলে এই সমস্যার সমাধান আলোচনার টেবিলেই হতে পারতো। ইসলামী আন্দোলন মনে করে, এখনও সময় আছে। আলোচনার টেবিলেই এর সমাধান করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব, বুয়েটের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবনে জড়ো হওয়া যেমন বাঞ্ছনীয় না তেমনি প্রকৌশল শিক্ষার্থীদের ওপরে এমন নির্মম পুলিশি হামলাও গ্রহণযোগ্য না। পুলিশ যেভাবে লাঠিপেটা করেছে তা আমাদের ফ্যাসিবাদের কথা মনে করিয়েছে। দেশের সেরা মেধাবীদের সঙ্গে এমন আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, প্রকৌশলে যারা ডিপ্লোমা করছেন এবং বিএসসি পড়ছেন তাদের পড়াশোনার বিস্তৃতি, দক্ষতা বিবেচনা করে সবার জন্য সম্মানজনক ব্যবস্থা করতে হবে দ্রুতই। আমরা আমাদের আর কোন শিক্ষার্থীকে রাস্তায় আন্দোলনরত দেখতে চাই না। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা করুক, গবেষণা করুক। তাদের লাঠিপেটা হতে দেখলে জাতির হৃদয়ে রক্তক্ষরণ হয়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top