বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


বিনা ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যানরা অশিক্ষিত ও থার্ড ক্লাস: ভিপি নুর


প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২১ ০৬:০৪

আপডেট:
৩০ এপ্রিল ২০২৫ ১৬:১৭

ফাইল ছবি

উপজেলা চেয়ারম্যানদের অশিক্ষিত ও থার্ড ক্লাস আখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও ছাত্র-যুব-শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নুর বলেছেন, এরা বিনা ভোটে নির্বাচিত। শিক্ষিত ইউএনওরা কেন এদেরকে মানবে? নুর বলেন, আমি ভিপি হয়েছি, কিন্তু নিজেই নিজেকে ভোট দিতে পারিনি। আগেই ব্যালট সব ভরা ছিল।

বুধবার (২২ সেপ্টেম্বর) ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

সরকার পতনে শহিদ হতে পিছপা হব না উল্লেখ করে ভিপি নুর বলেন, এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। দেশে কেউই নিরাপদ না। তাই সবাইকে নিজের অধিকারের দাবি নিয়ে এগিয়ে আসা উচিত। যেখানে দাবি হবে, ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার, আইনের শাসন ফিরিয়ে আনার। যার যার জায়গা থেকে আমাদের রাজপথে নামতে হবে, এখনই নামতে হবে না।

ভিপি নুর বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা নাজেহাল। স্কুল খোলা হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় খোলা হচ্ছে না। কারণ সরকারের ভয়, যদি কোটা সংস্কার আন্দোলনের মতো ছাত্ররা ভিন্ন বিষয় নিয়ে আবারও আন্দোলনে নামে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কেএম আবু তাহের। বক্তব্য দেন- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়াম্যান বরকত উল্লাহ বুলু, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, গণস্বাস্থ্যের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন প্রমুখ।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top