বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


নোয়াখালী জেলা আ‘লীগের কমিটি হলো বানরের পিঠাভাগ: কাদের মির্জা


প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২১ ২২:৫৮

আপডেট:
৩০ এপ্রিল ২০২৫ ১৯:২৪

আবদুল কাদের মির্জা (ছবি-সংগৃহীত)

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদনক্রমে নোয়াখালী জেলা আ‘লীগের ৮৭ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হয়েছেন অধ্যক্ষ খায়রুল আনাম সেলিম। তবে নতুন কমিটিতে জায়গা হয়নি বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জার।

কমিটি ঘোষণার পর দুপুর সাড়ে ১২টার দিকে কাদের মির্জা ফেসবুক লাইভে এসে বলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি হলো বানরের পিঠাভাগ। আমরা যে গুণগত পরিবর্তন চেয়েছি এখানে তা হয়নি। এই কমিটি হচ্ছে অপরাজনীতির চমক। আমি এই কমিটির আগেও নাই পাছেও নাই।

তিনি আরও বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কাজ করে যাব। এমন করে জীবন শেষ করে দিব। এর বাহিরে আমার কিছু করার নাই। আওয়ামী লীগের প্রতি আমার ভক্তি নাই।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top