বৃহঃস্পতিবার, ২৯শে মে ২০২৫, ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩২

Shomoy News

Sopno


প্রতি ঘণ্টায় কাবা তাওয়াফ করতে পারবেন লক্ষাধিক হাজি


প্রকাশিত:
২৬ মে ২০২৫ ১৭:৩৪

আপডেট:
২৯ মে ২০২৫ ১৪:১৫

ছবি সংগৃহীত

চলতি হজ মৌসুমে মসজিদুল হারামের মাতাফে প্রতি ঘণ্টায় লক্ষাধিক হাজি তাওয়াফ করতে পারবেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মসজিদুল হারাম এবং মসজিদে নববীর জেনারেল অথরিটির ঘোষণা মতে এবার প্রতি ঘণ্টায় তাওয়াফ করতে পারবেন ১ লাখ ৭ হাজার হাজি।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর হজ মৌসুমে বিপুল সংখ্যক হজযাত্রীকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য মাতাফ এলাকায় প্রবেশপথ, চলাচলের পথ এবং ভিড় ব্যবস্থাপনা পদ্ধতি আরও উন্নত করা হয়েছে।

মসজিদুল হারাম এবং মসজিদে নববীর তত্ত্বাবধানে থাকা জেনারেল অথরিটি ঘোষণা করেছে, মাতাফ বা কাবার চারপাশে তাওয়াফ করার স্থানে এখন প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১ লাখ ৭ হাজার হাজি তাওয়াফ করতে পারবেন।

স্বাচ্ছন্দ্যে হজযাত্রীদের চলাফেরা ও নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। শুধু হাজিদের মাতাফে প্রবেশের জন্য একাধিক প্রধান ও উপ-প্রবেশদ্বার নির্ধারিত করা হয়েছে। পাশাপাশি জরুরি সেবা ও প্রশাসনিক কাজের জন্য আলাদা প্রবেশপথও রাখা হয়েছে।

হজ ১৪৪৬ হিজরি উপলক্ষে সারা বিশ্ব থেকে বিপুলসংখ্যক হাজি আগমন করেছেন সৌদি আরবে । সৌদি পাসপোর্ট অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, শুক্রবার পর্যন্ত মোট ৮৯০,৮৮৩ জন হাজি সৌদি আরবে প্রবেশ করেছেন। এর মধ্যে ৮৪৬,৪১৫ জন বিমানপথে, ৪১,৬৪৬ জন স্থলপথে এবং ২,৮২২ জন নৌপথে এসেছেন।

জেদ্দা এয়ারপোর্টস কোম্পানি জানিয়েছে, হাজিদের আগমন প্রক্রিয়া সহজ করতে তারা টার্মিনাল ১, নর্দার্ন টার্মিনাল এবং হজ-ওমরাহ কমপ্লেক্সে শত শত ইমিগ্রেশন কাউন্টার, ব্যাগেজ স্টেশন, বোর্ডিং ব্রিজ এবং কাস্টমস স্ক্যানিং ডিভাইস প্রস্তুত রেখেছে ।

সূত্র : গালফ নিউজ


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top