মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


মশা মারলে নামাজ ভাঙবে?


প্রকাশিত:
২৮ জুন ২০২৫ ১৭:২০

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ২১:৩৭

ছবি সংগৃহীত

নামাজ শুরু করার আগে উপযুক্ত পরিবেশ তৈরি ও যথাযথ প্রস্তুতি নেওয়া উচিত। নামাজে ব্যাঘাত ঘটাবে এমন কোনো পরিবেশে নামাজ পড়া উচিত নয়।

মশা, মাছি বা এ জাতীয় কোনো পোকা-মাকড় ও প্রাণী কারণে সমস্যা হওয়ার সম্ভবনা থাকলে নামাজ শুরুর আগেই ব্যবস্থা নিতে হবে। কয়েল, মশা মারা ওষুধ বা এ জাতীয় কোনো ব্যবস্থা নেওয়া উচিত।

তবে নামাজ শুরু করার পর যদি শরীরে মশা বসে তাহলে তা অল্প সময়ের মধ্যে তাড়িয়ে দিতে হবে। তবে কেউ যদি শরীরে বসা মশা মারে তাহলে এর কারণে অজু ভাঙবে না এবং নামাজও ভাঙবে না। যেভাবে নামাজ পড়ছিলেন সেভাবেই নামাজ চালিয়ে যেতে হবে।

শরীর চুলকানো একটি স্বাভাবিক বিষয়। যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে শরীর চুলকাতে পারে। অনেক সময় এলার্জি বা এ জাতীয় কারণে শরীর চুলকায়। কখনোবা স্বাভাবিক নিয়মে চুলকায়।

শরীর চুলকানোর স্বাভাবিক প্রক্রিয়াটি নামাজের সময় খুব বেশি পরিমাণে হলে তা নামাজ ভঙ্গের কারণ হতে পারে। এজন্য জেনে নিতে হবে কী পরিমাণ ও কতটুকু শরীর চুলকালে নামাজ ভেঙ্গে যাবে।

এ বিষয়ে আলেমরা বলেছেন, নামাজে দাঁড়িয়ে অহেতুক দীর্ঘ সময় শরীর চুলকালে, তিনবারের অধিক চুলকালে এমনিতেই নামাজ ভেঙ্গে যায়। খুবই অসহনীয় চুলকানীর ক্ষেত্রে মাত্র একবার ভালো করে চুলকে ফেললে নামাজ হয়ে যায়। কিন্তু বারবার চুলকালে (আমলে কাসির) বিবেচনায় নামাজ ভেঙ্গে যায়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top