করোনা ভাইরাসে ৫০ লাখ রুপি অনুদান দিচ্ছেন টেন্ডুলকার
প্রকাশিত:
২৭ মার্চ ২০২০ ২০:৪৮
আপডেট:
২৯ এপ্রিল ২০২৫ ১৮:৪৬

করোনা ভাইরাসে স্থবির হয়ে পড়ছে পুরো বিশ্ব। আর এই পরিস্থিতিতে বিশ্বের বড় বড় ক্রীড়াবিদরা নিজ নিজ জায়গা থেকে সাহায্য করে যাচ্ছেন। এবার তাদের কাতারে নাম লেখালেন শচিন টেন্ডুলকার।
গোটা ভারত লগডাউন করা হয়েছে। এতে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে দিনমজুরদের। তাদের সাহায্য করতে টেন্ডুলকারের ৫০ লাখ রুপি দান করার খবর দিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। প্রধানমন্ত্রীর রিলিফ তহবিল ও মুখ্যমন্ত্রীর রিলিফ তহবিলে ২৫ লাখ রুপি করে জমা করছেন ভারতীয় কিংবদন্তি।
এর আগে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি সুবিধাবঞ্চিতদের ৫০ লাখ রুপি মূল্যের ধান দেওয়ার ঘোষণা দিয়েছেন। মহেন্দ্র সিং ধোনি পুনেভিত্তিক একটি এনজিওকে দিয়েছেন ১ লাখ রুপি। এছাড়া পাঠান ভাইদ্বয়- ইরফান ও ইউসুফ ৪ হাজার মাস্ক দিয়েছেন বরোদা পুলিশকে।
সম্পর্কিত বিষয়:
শচিন টেন্ডুলকার
আপনার মূল্যবান মতামত দিন: