বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


এমন ব্যর্থ কখনও হননি মেসি


প্রকাশিত:
১১ এপ্রিল ২০২১ ২২:৪৭

আপডেট:
৩০ এপ্রিল ২০২৫ ০৮:২৯

বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

লিওনেল মেসি কি বার্সেলোনা ছাড়বেন? জোয়ান লাপোর্তা বার্সার নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর অবশ্য পুরো চিত্র পাল্টে গেছে। মেসি নাকি বার্সায় নিজের ক্যারিয়ার শেষ করতে চান।

তবে মেসি যদি বার্সেলোনা ছাড়েন, তা হলে বলতে হবে, শনিবার (১০ এপ্রিল) রাতে জীবনের শেষ এল ক্লাসিকো খেলে ফেললেন এই আর্জেন্টাই তারকা।

তা ছাড়া গতকাল বার্সার হারের ম্যাচে মেসি কোনো গোল করতে পারেননি। এ নিয়ে টানা সাতটি এল ক্লাসিকোতে কোনো গোল পাননি তিনি। আগে এমনটা কখনও হয়নি।

গতকাল রিয়াল মাদ্রিদের কাছে ১-২ হেরেছে বার্সেলোনা। সেই সঙ্গে তাঁর বার্সা ছাড়া নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার খবরে জানা গেছে, মেসি নাকি বার্সায় থাকতে কয়েকটি শর্ত দিয়েছেন। প্রথম, আগামী মৌসুমে এমন দল গড়া হোক যাতে বার্সা আবার পুরনো রুপে ফিরতে পারে। দ্বিতীয়, এর্লিং হ্যালান্ড ও সের্জিও আগুয়েরোকে দলে নেওয়ার দাবি করেন তিনি। তৃতীয়, বার্সার জন্য নতুন প্রজন্ম তৈরি করাটা খুবই জরুরি। আনসু ফাতির মতো আরও অনেক তরুণ ফুটবলারকে নেওয়া যেতে পারে। চতুর্থ, ব্যক্তিগত কোনো সমস্যা হলে বার্সা প্রেসিডেন্ট লাপোর্তার সঙ্গে সরাসরি কথা বলতে চান মেসি।

২০১৭ সালে শেষবার বার্সার সঙ্গে চুক্তি করেছিলেন মেসি। চুক্তি অনুযায়ী, কোনো অর্থ ছাড়াই বার্সা ছাড়তে পারবেন মেসি। গত বছর ১০ জুনই সেই শর্তের মেয়াদ শেষ হয়। গত বছর বার্সেলোনা ছাড়তে হলে ‘রিলিজ ক্লজ’ বাবদ ৭০০ মিলিয়ন ইউরো দিতে হতো।

মেসিকে নিতে এত টাকা খরচ করতে রাজি হয়নি কোনো ক্লাব। তবে তালিকায় পিএসজি ও ম্যানচেস্টার সিটির নাম শোনা গিয়েছিল।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top