শনিবার, ৯ই আগস্ট ২০২৫, ২৫শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মাঝে রিয়ালে নতুন জার্সি পেলেন ব্রাজিল ফরোয়ার্ড


প্রকাশিত:
৯ আগস্ট ২০২৫ ১২:০৭

আপডেট:
৯ আগস্ট ২০২৫ ১৫:৩০

ছবি সংগৃহীত

গত মৌসুম শেষ হওয়ার পর থেকেই রিয়াল মাদ্রিদে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা শুরু হয়েছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্ড্রিক ফিলিপের। লস ব্লাঙ্কোসরা তাকে রাখতে চায় না বলেও খবর বেরিয়েছিল। গণমাধ্যমের তথ্যমতে– নতুন মৌসুমে ধারের (লোন) ভিত্তিতে এন্ড্রিককে অন্য ক্লাবে পাঠাতে চেয়েছিল রিয়াল।

যদিও তিনি রাজি ছিলেন না। এসব অনিশ্চিত আলোচনার মাঝেই জাবি আলোনসোর দলে নতুন জার্সি নম্বর বরাদ্দ হয়েছে ১৯ বছরের এই স্ট্রাইকারের জন্য।

স্বদেশি ক্লাব প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে গত মৌসুমে নয় নম্বর জার্সি গায়ে জড়িয়েছিলেন কিলিয়ান এমবাপে। নতুন মৌসুমে তাকে ১০ নম্বর জার্সি দেওয়া হয়েছে। সে কারণে নতুন করে ৯ নম্বর জার্সি কে পাচ্ছেন তা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছিল। শেষ পর্যন্ত সেটি বরাদ্দ হলো এন্ড্রিকের জন্য। আর গত মৌসুমে তার পরা ১৬ নম্বর জার্সি উঠছে গঞ্জালো গার্সিয়ার গায়ে।

সর্বশেষ ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়ালের সবচেয়ে বড় প্রাপ্তি ২১ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড। যেখানে ৪ গোল ও একটি অ্যাসিস্ট করে তিনি যৌথভাবে টুর্নামেন্টটির সর্বোচ্চ গোলদাতা। আলোনসো প্রথম একাদশে সুযোগ দিতেই বাজিমাত করেছেন গঞ্জালো গার্সিয়া। নতুন মৌসুমে রিয়ালের ৯ নম্বর জার্সি তিনি নাকি এন্ড্রিক পাবেন সেই জল্পনা চলছিল। শেষমেষ বেনজেমা-এমবাপের পরিহিত জার্সিটি ব্রাজিল ফরোয়ার্ডকেই দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলছে– এন্ড্রিক নিজ থেকে জার্সিটি চাননি, তবে রিয়ালের কোচিং স্টাফ প্রথম দলে জ্যেষ্ঠতার ভিত্তিতে তাকেই বেছে নেয়।

সবমিলিয়ে বয়সে সিনিয়র হলেও প্রথম দল/স্কোয়াডের হিসাবে জুনিয়র গঞ্জালো গার্সিয়া। তাই তিনি ১৬ নম্বর জার্সি পরবেন। এ ছাড়াও নতুন করে দলটিতে যুক্ত হওয়া কয়েকজন ফুটবলারের জার্সি নম্বরও জানিয়েছে মার্কা। তাদের প্রতিবেদনে বলা হয়— লিভারপুল ছেড়ে আসা ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড ইতোমধ্যে ক্লাব বিশ্বকাপে ১২ নম্বর গায়ে খেলেছেন। আরেক তরুণ ডিফেন্ডার ডিন হুইজসেন ২৪, আলভারো ক্যারেরাস ১৮ এবং রাউল অ্যাসেন্সিও পরবেন ১৭ নম্বর জার্সি। এর বাইরে বাকি কেবল ১৫ নম্বর, যা আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো পেতে পারেন।

এদিকে, ক্লাব বিশ্বকাপে ফর্ম দেখিয়ে রিয়ালের প্রথম স্কোয়াডে জায়গা প্রায় পাকা করে ফেলেন গঞ্জালো গার্সিয়া। যার ‍পুরস্কার হিসেবে সম্প্রতি তার চুক্তির মেয়াদ ৫ বছর নবায়ন করে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বর্ধিত করেছে রিয়াল। এর আগে মাত্র ১০ বছর বয়সে ২০১৪ সালে রিয়ালের একাডেমিতে যোগ দেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। ২০২৩ সালের নভেম্বরে প্রথম দলের হয়ে তার অভিষেক হয়েছিল।

রিয়ালে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকা এন্ড্রিক কার্লো আনচেলত্তির অধীনে তেমন প্লেয়িং টাইম পাননি বলে হতাশ ছিলেন। একইভাবে নতুন কোচ আলোনসোর অধীনেও তিক্ত অভিজ্ঞতা হতে পারে বলে মনে করা হচ্ছে। এসব সত্ত্বেও ক্লাবে থাকার ব্যাপারে অনড় এই ব্রাজিলিয়ান প্রতিভা। গত মৌসুমে তিনি রিয়ালের হয়ে ৩৭টি ম্যাচে খেলার সুযোগ পান, যার বেশিরভাগই আবার বদলি খেলোয়াড় হিসেবে। ৭ গোল করা এন্ড্রিক ছিলেন স্প্যানিশ লিগ কোপা দেল রের সর্বোচ্চ গোলদাতা।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top