চ্যাম্পিয়ন্স লিগ জেতানো নায়ককেই বিদায় করে দিচ্ছে পিএসজি!
প্রকাশিত:
১২ আগস্ট ২০২৫ ১৪:৫৪
আপডেট:
১২ আগস্ট ২০২৫ ২০:১৫

পিএসজির স্বপ্ন ছিল চ্যাম্পিয়ন্স লিগ জেতা। এ জন্য খরচ করেছে কাড়ি কাড়ি অর্থ, দলে টেনেছে নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপে লিওনেল মেসির মত তারকা সব ফুটবলারকে।
তারা কেউই পারেননি। এই তিনজনই দল ছাড়ার পর অবশেষে গত মৌসুমে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের শিরোপা জিতে দলটি। আর এই জয়ের পথে অপরিসীম অবদান জিয়ানলুইজি ডোনারুমার। তবে সেরা এই গোলরক্ষকের সঙ্গেই সম্পর্ক ছিন্নের পথেই এগোচ্ছে ফরাসি ক্লাবটি।
ইউরোপিয়ান সুপার কাপের দলে জায়গা হয়নি ইতালিয়ান এই গোলরক্ষকের। যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, পিএসজিতে তার সময় শেষের পথে। বুধবার রাতে ইতালির উদিনে শহরের স্তাদিও ফ্রিউলিতে অনুষ্ঠিত হবে এই মৌসুমের ইউরোপিয়ান সুপার কাপ, যেখানে মুখোমুখি হবে চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি ও ইউরোপা লিগজয়ী টটেনহ্যাম হটস্পার।
এই ম্যাচের আগে তীব্র হচ্ছে ডোনারুমা ও ক্লাব কর্তৃপক্ষের মধ্যে দূরত্ব। চুক্তি নবায়নের আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকে পরিস্থিতি আরও জটিল হয়েছে। ডোনারুমার বর্তমান চুক্তি ২০২৬ সালের জুনে শেষ হবে। অর্থাৎ, নতুন চুক্তি না হলে তিনি ফ্রি এজেন্ট হিসেবে পিএসজি ছাড়তে পারবেন। এরই মধ্যে ক্লাব তার সম্ভাব্য বদলি হিসেবে লুকাস শেভালিয়েরকে সই করিয়ে ফেলেছে।
গেল মে মাসে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে পিএসজির হয়ে জয় উদযাপন করেছিলেন ডোনারুমা। তবে নতুন মৌসুমের আগে এই গোলরক্ষকের ভবিষ্যৎ নিয়ে কোনো রকম ধোঁয়াশা রাখেননি কোচ লুইস এনরিকে। সুপার কাপের স্কোয়াডে ডোনারুমাকে রাখেননি তিনি।
মনে করা হচ্ছে, এর মধ্য দিয়েই ডোনারুমা শেষবারের মতো পিএসজির জার্সিতে মাঠে নেমেছিলেন। অথচ মাত্র এক মৌসুম আগেই তার পারফরম্যান্সে ভর করেই ট্রেবল নয়, পিএসজি জিতেছিল কোয়াড্রুপল (চারটি শিরোপা)।
সবশেষ খবর অনুযায়ী, ইংলিশ প্রিমিয়ার লিগই হতে যাচ্ছে ডোনারুমার পরবর্তী গন্তব্য। ম্যানচেস্টার ইউনাইটেড এই দৌড়ে সবার থেকে এগিয়ে। যদিও চেলসির নামও আলোচনায় আছে। তবে শুধু ইংল্যান্ড নয়, তুরস্কের গালাতাসারাই ও জার্মানির বায়ার্ন মিউনিখও এই ইতালিয়ান গোলরক্ষকের প্রতি আগ্রহ দেখিয়েছে। বিপরীতে, ইন্টার মিলান ও জুভেন্টাস চাইলেও তার উচ্চ বেতনের কারণে তাকে নেওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
চ্যাম্পিয়ন্স লিগ জেতানো নায়ককেই বিদায় করে দিচ্ছে পিএসজি!
পিএসজির স্বপ্ন ছিল চ্যাম্পিয়ন্স লিগ জেতা। এ জন্য খরচ করেছে কাড়ি কাড়ি অর্থ, দলে টেনেছে নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপে লিওনেল মেসির মত তারকা সব ফুটবলারকে। তারা কেউই পারেননি। এই তিনজনই দল ছাড়ার পর অবশেষে গত মৌসুমে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের শিরোপা জিতে দলটি। আর এই জয়ের পথে অপরিসীম অবদান জিয়ানলুইজি ডোনারুমার। তবে সেরা এই গোলরক্ষকের সঙ্গেই সম্পর্ক ছিন্নের পথেই এগোচ্ছে ফরাসি ক্লাবটি।
ইউরোপিয়ান সুপার কাপের দলে জায়গা হয়নি ইতালিয়ান এই গোলরক্ষকের। যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, পিএসজিতে তার সময় শেষের পথে। বুধবার রাতে ইতালির উদিনে শহরের স্তাদিও ফ্রিউলিতে অনুষ্ঠিত হবে এই মৌসুমের ইউরোপিয়ান সুপার কাপ, যেখানে মুখোমুখি হবে চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি ও ইউরোপা লিগজয়ী টটেনহ্যাম হটস্পার।
এই ম্যাচের আগে তীব্র হচ্ছে ডোনারুমা ও ক্লাব কর্তৃপক্ষের মধ্যে দূরত্ব। চুক্তি নবায়নের আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকে পরিস্থিতি আরও জটিল হয়েছে। ডোনারুমার বর্তমান চুক্তি ২০২৬ সালের জুনে শেষ হবে। অর্থাৎ, নতুন চুক্তি না হলে তিনি ফ্রি এজেন্ট হিসেবে পিএসজি ছাড়তে পারবেন। এরই মধ্যে ক্লাব তার সম্ভাব্য বদলি হিসেবে লুকাস শেভালিয়েরকে সই করিয়ে ফেলেছে।
গেল মে মাসে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে পিএসজির হয়ে জয় উদযাপন করেছিলেন ডোনারুমা। তবে নতুন মৌসুমের আগে এই গোলরক্ষকের ভবিষ্যৎ নিয়ে কোনো রকম ধোঁয়াশা রাখেননি কোচ লুইস এনরিকে। সুপার কাপের স্কোয়াডে ডোনারুমাকে রাখেননি তিনি।
মনে করা হচ্ছে, এর মধ্য দিয়েই ডোনারুমা শেষবারের মতো পিএসজির জার্সিতে মাঠে নেমেছিলেন। অথচ মাত্র এক মৌসুম আগেই তার পারফরম্যান্সে ভর করেই ট্রেবল নয়, পিএসজি জিতেছিল কোয়াড্রুপল (চারটি শিরোপা)।
সবশেষ খবর অনুযায়ী, ইংলিশ প্রিমিয়ার লিগই হতে যাচ্ছে ডোনারুমার পরবর্তী গন্তব্য। ম্যানচেস্টার ইউনাইটেড এই দৌড়ে সবার থেকে এগিয়ে। যদিও চেলসির নামও আলোচনায় আছে। তবে শুধু ইংল্যান্ড নয়, তুরস্কের গালাতাসারাই ও জার্মানির বায়ার্ন মিউনিখও এই ইতালিয়ান গোলরক্ষকের প্রতি আগ্রহ দেখিয়েছে। বিপরীতে, ইন্টার মিলান ও জুভেন্টাস চাইলেও তার উচ্চ বেতনের কারণে তাকে নেওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: