ব্যাট বলের মতো আমার সাথে খেলবেন না— ক্রিকেটারকে নিয়ে অভিযোগ অভিনেত্রীর
প্রকাশিত:
১৩ আগস্ট ২০২৫ ১৮:০৯
আপডেট:
১৪ আগস্ট ২০২৫ ০০:০৬

ভারতের বিখ্যাত শো ‘বিগ বস’-এর ১৮তম আসরের প্রতিযোগী কাশিস কাপুর। বর্তমানে অভিনয় জগতে বিচরণ করছেন তিনি। সম্প্রতি ভারতের এক জনপ্রিয় ক্রিকেটারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছেন বিনোদন ও ক্রীড়া মহলে।
এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ভারতের এক জনপ্রিয় ক্রিকেটার তার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেছেন, এমনকি তার প্রতি ‘বিশেষ মনোযোগ’ দেখিয়েছেন। যদিও কাশিস ওই ক্রিকেটারের নাম প্রকাশ করতে অস্বীকার করেছেন, তবে তার মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র জল্পনা।
বিখ্যাত সেই ক্রিকেটারের আচরণ তাকে অস্বস্তিতে ফেলেছিল বলে জানিয়েছেন তিনি। তবে তারকা সেই ক্রিকেটার প্রেমের ভান করে দেখা করতে চাইলেও তাতে মন গলেনি এই অভিনেত্রীর। তাই তো সেই ক্রিকেটার দেখা করতে চাইলেও সাড়া দেননি তিনি।
ফিল্মিগ্যান ভাইরালের এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, "আপনার জীবনে কখনও কেউ অস্বস্তিকর আচরণ করেছে?" জবাবে কাশিশ বলেন, "একজন বিখ্যাত ক্রিকেটার আমাকে অস্বস্তিতে ফেলেছিল। তিনি ব্যক্তিগতভাবে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু আমি রাজি হইনি।"
পেশার কারণে নয়, ব্যক্তি মানুষে মুগ্ধ হলেই দেখা করবেন জানিয়ে তিনি বলেন, "আপনি বাসায় একজন ক্রিকেটার হতে পারেন, কিন্তু আমার কাছে আপনি একজন সাধারণ মানুষ, আপনার আমাকে মুগ্ধ করতে হবে। শুধু ক্রিকেটার বলেই আমি মুগ্ধ হব, তা না। এটা তো পেশা, আমি সম্মান করি, কিন্তু আপনি তো আমার সাথে ব্যাট-বল খেলবেন না যে আমি মুগ্ধ হয়ে যাব!"
কাশিশের এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে তিনি ক্রিকেটারের নাম প্রকাশ করেননি। এদিকে জুলাই মাসে আরেকটি ঘটনায় খবরের শিরোনামে আসেন কাশিশ। মুম্বাইয়ের আন্ধেরির নিজ বাসা থেকে ৪.৫ লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। তার দাবি, তিনি আলমারিতে ৭ লাখ টাকা রেখেছিলেন, যা মায়ের কাছে পাঠানোর কথা ছিল। কিন্তু টাকা নিতে গিয়ে দেখতে পান, মাত্র ২.৫ লাখ টাকা সেখানে আছে, বাকি টাকা নেই।
এই ঘটনায় সন্দেহের তীর গিয়েছে তার গৃহকর্মী সচিন কুমার চৌধুরীর দিকে, যিনি ঘটনার পর থেকেই নিখোঁজ। কাশিশ আমবোলি থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। পুলিশ তদন্ত করছে এবং সচিনকে খুঁজছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সচিন পরিকল্পনা করেই কিছু টাকা নিয়ে পালিয়ে গেছেন।
ঘটনাটি নিয়ে কাশিশ কাপুর বলেন, “আমি খুবই কষ্ট পেয়েছি। আমি ওকে বিশ্বাস করেছিলাম। সে আমার বিশ্বাসে আঘাত করেছে। আমি চাই, পুলিশ তাকে দ্রুত খুঁজে পাক এবং ন্যায়বিচার নিশ্চিত হোক।” একদিকে বিখ্যাত ক্রিকেটারের বিতর্কিত প্রস্তাব, অন্যদিকে গৃহচালকের হাতে প্রতারণা- এই দুই অভিজ্ঞতাই কাশিশ কাপুরকে যেমন আহত করেছে, তেমনি তাকে এখন আবার আলোচনার কেন্দ্রেও নিয়ে এসেছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: