সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


টস হলেও নামার সুযোগ পেলেন না সাকিবরা


প্রকাশিত:
১৮ আগস্ট ২০২৫ ১১:৪৩

আপডেট:
১৮ আগস্ট ২০২৫ ২২:০৪

ছবি ‍সংগৃহিত

ভেজা মাঠের কারণে সেন্ট লুসিয়া কিংস ও অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের মধ্যকার ম্যাচটির টস হয়েছিল দেড় ঘণ্টা পর। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অ্যান্টিগার অধিনায়ক ইমাদ ওয়াসিম। এই ম্যাচেও সাকিবকে নিয়ে একাদশ সাজিয়েছিল অ্যান্টিগা। তবে শেষ পর্যন্ত জেতেনি কোনো দল। জয় হয়েছে বৃষ্টির।

ম্যাচের দিন সকালে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় দুই দলকেই অপেক্ষায় থাকতে হয়েছিল। টসের ঠিক পরই আবার বৃষ্টি শুরু হয়। এরপর বৃষ্টি থেমে গেলেও ম্যাচ আয়োজন করা আর সম্ভব হয়নি। বেশ কয়েক দফা মাঠ পরিদর্শন করলেও আম্পায়াররা সুখবর দিতে পারেননি। ফলে দুই দলকেই পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে।

প্রথম দুই ম্যাচে ব্যর্থ সাকিব আজ দলের হয়ে জ্বলে উঠতে চাইতেন। তবে বৃষ্টির কারণে তার খেলা উপভোগ করতে পারল না ভক্তরা। এবারের সিপিএলে তিন ম্যাচে একটি মাত্র ম্যাচে জয় পেয়েছে অ্যান্টিগা। অন্যদিকে আজকের ম্যাচ দিয়েই পয়েন্টের খাতা খুলেছে সেন্ট লুসিয়া। এটাই ছিল দলটির প্রথম ম্যাচ।

সেন্ট লুসিয়া কিংসের অধিনায়ক ডেভিড ভিসে টসের সময় বলেছিলেন, ‘খুব উদগ্রীব হয়ে আছি। অনেক বড় দায়িত্ব নিতে হচ্ছে। ফাফ (ডু প্লেসি) একটি দারুণ ভিত্তি গড়ে দিয়েছে আর আমি আশা করি সেই সাফল্যকে ধরে রাখতে পারব। আমি জানি শিরোপা জেতা কঠিন এবং সেটা ধরে রাখা আরও কঠিন। আমরা একেকটা ম্যাচ ধরে এগোতে চাই।’

অ্যান্টিগার অধিনায়ক ইমাদ ওয়াসিম বলেছিলেন, ‘অনেক বৃষ্টি হয়েছে। তাই উইকেট থেকে সর্বোচ্চ সুবিধা নিতে চাই। আমরা শুধু চাই গতকালের মতো খেলতে। ১৩০ বা ১৪০ রানও আমরা মেনে নেব। টানা ম্যাচ জেতা খুব গুরুত্বপূর্ণ। আশা করি আমরা তাদের আন্ডার-পার স্কোরে আটকে রাখতে পারব। ওডেন স্মিথ দুর্ভাগ্যজনকভাবে খেলছে না, তার জায়গায় শামার স্প্রিংগার খেলছে।’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top