শুক্রবার, ২রা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


১১ ছক্কায় সেঞ্চুরি, লুইসের তাণ্ডবে সেমিতে সেন্ট কিটস


প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২১ ১৮:৩১

আপডেট:
২ মে ২০২৫ ১০:১৬

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগে প্রতিপক্ষ দলগুলোকে বড় বার্তা দিয়ে রাখলেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার এভিন লুইস। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে রোববার (১২ সেপ্টেম্বর) বিধ্বংসী এক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে সেমিফাইনালে তুলেছেন তিনি।

লুইসের ১১ ছক্কায় সাজানো ৫২ বলে ১০২ রানের চোখ ধাঁধানো ইনিংসে ভর করে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারিয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল ত্রিনবাগো। ৩৪ বলে ৪৭ করেন কলিন মুনরো। সাত নম্বরে নেমে ১৮ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া সুনিল নারিন।

জবাবে এভিন লুইসের বিধ্বংসী সেঞ্চুরিতে জয় পেতে একদমই কষ্ট হয়নি সেন্ট কিটসের। ক্রিস গেইলের সঙ্গে পাওয়ার প্লে'র প্রথম ৬ ওভারে ৬৭ রানের উদ্বোধনী জুটি গড়েন লুইস।

গেইল ১৮ বলে ৩৫ করে আউট হন। এরপর ১ রানে সাজঘরের পথ ধরেন ডেভন থমাস। তবে লুইসকে থামানো যায়নি। চার-ছক্কায় মাঠ গরম করে ৫১ বলেই তুলে নেন সেঞ্চুরি, ফেরেন বিজয়ীর বেশে। ৩২ বল হাতে রেখে জয় পায় সেন্ট কিটস।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top