বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


বৈঠকের সময় ইমামের সঙ্গে না বসে দাঁড়িয়ে গেলে নামাজ হবে?


প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২৪ ১১:১০

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১২:৩২

প্রতীকী ছবি

দু্ই রাকাত বা চার রাকাত বিশিষ্ট নামাজের শেষ বৈঠক ফরজ। আর চার রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাতে বসা ওয়াজিব। চার রাকাত বিশিষ্ট নামাজ হলে এর দ্বিতীয় রাকাতের বৈঠকে শুধু তাশাহহুদ (আত্তাহিয়্যাতু) পড়তে হয়। আর দুই রাকাত ও চার রাকাত বিশিষ্ট নামাজের শেষ বৈঠকে তাশাহহুদ (আত্তাহিয়্যাতু), দরুদ শরিফ ও দোয়ায়ে মাসূরা পড়তে হয়।

প্রত্যেক বৈঠকের আগে দুই সিজদা দিতে হয়। সিজদার পর বসতে হয়। ইমামের সঙ্গে জামাতে নামাজ পড়লে ইমামের সঙ্গে বসে যেতে হয়। তবে কেউ যদি ভুলে ইমামের সঙ্গে না বসে দাঁড়িয়ে যান তার নামাজের বিধান কী হবে বা তিনি কীভাবে নামাজ শেষ করবেন এ নিয়ে অনেকের মনে সন্দেহ থাকে। যেমন একজন জানতে চেয়ে প্রশ্ন করেছেন—

একদিন এশার নামাজে দ্বিতীয় রাকাতে বসার সময় ইমাম সাহেব কিছুটা দীর্ঘ করে তাকবীর বলেন। এ কারণে আমরা কয়েকজন মুক্তাদি দাঁড়িয়ে যাই। এরপর অন্যদের দেখে আবার বসে পড়ি এবং শেষে ইমামের সাথেই সালাম ফিরাই।

জানার বিষয় হল, এভাবে আমাদের নামাজ হয়েছে কি না। আমাদের কি সাহু সিজদা করতে হবে?

এই প্রশ্নের জবাবে ইসলামী আইন ও ফেকাহশাস্ত্রবিদদের মতামত হলো—

দ্বিতীয় বৈঠকে ভুলে ইমামের সঙ্গে না বসে দাঁড়িয়ে যাওয়ার পর বুঝতে পেরে আবার বসে যাওয়ার কারণে নামাজ হয়ে গেছে। জামাতের সাথে নামাজ পড়া সময় মুক্তাদির নিজস্ব ভুলের কারণে ইমাম-মুক্তাদি কারো উপরই সাহু-সিজদা ওয়াজিব হয় না। তাই ভুলে দাঁড়িয়ে গেলেও সাহু-সিজদা ওয়াজিব হবে না। সুতরাং ইমামের সাথে সালাম ফিরানো ঠিক হয়েছে।

ইবরাহীম নাখায়ী রাহ. বলেন-

إِذَا سَهَوْتَ خَلْفَ الْإمَامِ، وَحَفِظَ الْإِمَامُ، فَلَيْسَ عَلَيْكَ سَهْوٌ، وَإِنْ سَهَا وَحَفِظْتَ فَعَلَيْكَ السّهْوُ

তুমি যদি ইমামের পেছনে ভুল কর, কিন্তু ইমাম কোন ভুল না করে তাহলে তোমার উপর সাহু সিজদা নেই। আর ইমাম ভুল করলে তোমার ভুল না হলেও (ইমামের সাথে) তোমাকে সাহু সিজদা করতে হবে। (কিতাবুল আছার, ইমাম আবু ইউসুফ, বর্ণনা ১৮৭)

(বাদায়েউস সানায়ে ১/৪২০; ফাতহুল কাদীর ১/৪৪৩)


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top