বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


ভারতের প্রবীণ আলেম কামরুদ্দিন আহমদের ইন্তেকাল


প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২৪ ১৪:৩১

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১২:৩০

ফাইল ছবি

ভারতের প্রবীণ আলেম ও উপমহাদেশের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের অন্যতম খ্যাতনামা শিক্ষাবিদ আল্লামা কামরুদ্দিন আহমদ গোরখপুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ভারতের বিশিষ্ট ইসলামি স্কলার, আলেমে দীন ও হাদিসশাস্ত্রের শিক্ষক ছিলেন।

গোরখপুরী টানা ৬০ বছর ধরে দেওবন্দ শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৬৬ সাল থেকে দারুল উলূম দেওবন্দে শিক্ষকতা শুরু করেন তিনি।

রোববার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মুফতি আলমগীর দানিশ, উস্তাদে হাদিস ও ফিকহ, জামিয়া ইসলামিয়া বানজারি, পিথমপুর, ইন্দোর, ভারত।

কামরুদ্দিন আহমদ গোরখপুরী ভারতের উত্তর প্রদেশের গোর্খপুর জেলায় জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা ইহইয়াউল উলুম মুবারকপুর ও দারুল উলূম মৌ-এ সম্পন্ন করেন। ১৯৫৭ সালে তিনি দারুল উলুম দেওবন্দ থেকে দাওরা হাদিসের সনদ অর্জন করেন। ইসলামি শিক্ষার গভীরতায় তিনি ছিলেন অনন্য। আল্লামা হুসাইন আহমদ মাদানীসহ বিখ্যাত মুফাসসির ও মুহাদ্দিসদের কাছ থেকে তিনি হাদিস অধ্যয়ন করেন।

গোরখপুরী ১৯৬৬ সাল থেকে দারুল উলুম দেওবন্দে শিক্ষকতা শুরু করেন। কর্মজীবনে তিনি সহিহ আল-বুখারি, সহিহ মুসলিম, তাফসির ইবনে কাসিরসহ বিভিন্ন উচ্চমার্গের গ্রন্থের পাঠদান করেন। দীর্ঘ শিক্ষকতার জীবনে তিনি দারুল উলুম দেওবন্দে একাডেমিক প্রশাসক, ওয়ার্ডেনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

তিনি সুফিবাদের ক্ষেত্রেও বিশিষ্ট ভূমিকা পালন করেছেন। আবরারুল হক হক্কি ও ইব্রাহিম বালিয়াভীসহ অন্যান্য সুফি ব্যক্তিত্বদের থেকে তিনি আধ্যাত্মিক অনুমোদন লাভ করেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top