বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


সূরা বনী ইসরাঈলে মুমিনের জন্য ৫ উপদেশ


প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩১

আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:৩৬

ফাইল ছবি

পবিত্র কোরআনের ১৭তম সূরা, সূরা বনী ইসরাঈল। সূরাটি মক্কায় অবতীর্ণ। এর আয়াত সংখ্যা ১১১টি। সূরাটিতে ওজনে কম না দেওয়া, অহংকার না করা এবং আল্লাহ তায়ালার সঙ্গে কাউকে শরিক না করা-সহ বিভিন্ন উপদেশ দেওয়া হয়েছে। এখানে সূরা পাঁচটি আয়াত উল্লেখ করা হলো যেখানে আল্লাহ তায়ালা মানুষের জন্য এই উপদেশগুলো দিয়েছেন—

ওজন ও পরিমাপে ঠিকমতো দেওয়া

وَ اَوۡفُوا الۡكَیۡلَ اِذَا كِلۡتُمۡ وَ زِنُوۡا بِالۡقِسۡطَاسِ الۡمُسۡتَقِیۡمِ ؕ ذٰلِكَ خَیۡرٌ وَّ اَحۡسَنُ تَاۡوِیۡلًا

আর মাপে পরিপূর্ণ দাও যখন তোমরা পরিমাপ কর এবং সঠিক দাঁড়িপাল্লায় ওজন কর। এটা কল্যাণকর ও পরিণামে সুন্দরতম। (সূরা বনী ইসরাঈল, আয়াত : ৩৫)

‘অহংকার করো না’

وَ لَا تَمۡشِ فِی الۡاَرۡضِ مَرَحًا ۚ اِنَّكَ لَنۡ تَخۡرِقَ الۡاَرۡضَ وَ لَنۡ تَبۡلُغَ الۡجِبَالَ طُوۡلًا

আর জমিনে বড়াই করে চলো না; তুমি তো কখনো জমিনকে ফাটল ধরাতে পারবে না এবং উচ্চতায় কখনো পাহাড় সমান পৌঁছতে পারবে না। (সূরা বনী ইসরাঈল, আয়াত : ৩৭)

আল্লাহর সঙ্গে শরিক না করা

ذٰلِكَ مِمَّاۤ اَوۡحٰۤی اِلَیۡكَ رَبُّكَ مِنَ الۡحِكۡمَۃِ ؕ وَ لَا تَجۡعَلۡ مَعَ اللّٰهِ اِلٰـهًا اٰخَرَ فَتُلۡقٰی فِیۡ جَهَنَّمَ مَلُوۡمًا مَّدۡحُوۡرً

তুমি আল্লাহর সাথে অন্য কোন উপাস্য নির্ধারণ করো না, তাহলে জাহান্নামে নিক্ষিপ্ত হবে নিন্দিত ও বিতাড়িত হয়ে। (সূরা বনী ইসরাঈল, আয়াত : ৩৯)

আল্লাহর তাসবিহ পাঠ

تُسَبِّحُ لَهُ السَّمٰوٰتُ السَّبۡعُ وَ الۡاَرۡضُ وَ مَنۡ فِیۡهِنَّ ؕ وَ اِنۡ مِّنۡ شَیۡءٍ اِلَّا یُسَبِّحُ بِحَمۡدِهٖ وَ لٰكِنۡ لَّا تَفۡقَهُوۡنَ تَسۡبِیۡحَهُمۡ ؕ اِنَّهٗ كَانَ حَلِیۡمًا غَفُوۡرًا

সাত আসমান ও জমিন ও এর মাঝে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে এবং এমন কিছু নেই যা তাঁর প্রসংশায় তাসবীহ পাঠ করে না; কিন্তু তাদের তাসবিহ তোমরা বুঝ না। নিশ্চয় তিনি সহনশীল, ক্ষমাপরায়ণ। (সূরা বনী ইসরাঈল, আয়াত : ৪৪)

আখেরাতে বিশ্বাস

وَ اِذَا قَرَاۡتَ الۡقُرۡاٰنَ جَعَلۡنَا بَیۡنَكَ وَ بَیۡنَ الَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ بِالۡاٰخِرَۃِ حِجَابًا مَّسۡتُوۡرًا

আর তুমি যখন কোরআন পড় তখন তোমার ও যারা আখিরাতে ঈমান আনে না তাদের মধ্যে আমি এক অদৃশ্য পর্দা দিয়ে দেই। (সূরা বনী ইসরাঈল, আয়াত : ৪৫)


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top