হজের জন্য প্রথম ২৪ ঘণ্টায় সাড়ে ৪ লাখ আবেদন
প্রকাশিত:
১৬ জুন ২০২১ ২০:০০
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০১:৫৩
হজ করতে ২৪ ঘণ্টায় সৌদি আরবে বসবাসকারী সাড়ে চার লাখের বেশি মানুষ আবেদন করেছেন। রেজিস্ট্রেশন শুরুর প্রথম দিনই এতসংখ্যক মানুষ আবেদন করে বলে মঙ্গলবার (১৫ জুন) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। খবর আরব নিউজের।
প্রথম দিন যারা আবেদন করেছেন, তাদের মধ্যে ৬০ শতাংশ পুরুষ এবং ৪০ শতাংশ নারী।
সৌদি মন্ত্রণালয় জানায়, হজ করার ক্ষেত্রে যারা আগে আবেদন করবেন, তাদের ক্ষেত্রে কোনো অগ্রাধিকার সুবিধা দেওয়া হবে না। আগামী ২৩ জুন পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া চলবে।
সৌদি নাগরিক এবং সেখানে বসবাসকারী ১৮ থেকে ৬৫ বয়সির মধ্যে যারা করোনার টিকা নিয়েছেন, যারা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত নন এবং গত পাঁচ বছর হজ করেননি কেবল তারাই এ বছর হজের জন্য আবেদন করতে পারবেন।
এর আগে গত শনিবার (১২ জুন) সৌদি সরকার জানায়, এ বছর করোনা মহামারির কারণে অন্য দেশ থেকে কেউ হজে যেতে পারবেন না। সৌদি আরবের নাগরিক এবং সেখানে বসবাসকারীদের মধ্যেও মাত্র ৬০ হাজার মানুষ এবার হজের সুযোগ পাবেন।
সম্পর্কিত বিষয়:
হজ
আপনার মূল্যবান মতামত দিন: