শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


দেবী বোধন ও মহাষষ্ঠী পূঁজার মধ্যে দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজা


প্রকাশিত:
১১ অক্টোবর ২০২১ ২০:২৯

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ২১:৩০

ছবি-সংগৃহীত

দেবী বোধন ও মহাষষ্ঠী পূঁজা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সারাদেশের মত গোপালগঞ্জে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

সোমবার (১১ অক্টোবর) সকাল ৯টায় জেলার ১ হাজার ২২৮টি মন্ডপে একযোগে শুরু হয় দুর্গা পূঁজা। এ সময় বেল গাছ তালায় পুরোহিতের মন্ত্রের উচ্চারণে প্রত্যেকটি মন্দিরে সৃষ্টি হয় ধর্মীয় আবাহ।

সনাতন ধর্মালম্বীরা ফল, মিষ্টি ও বিভিন্ন উপকরন দিয়ে নৈবেদ্য সাজিয়ে দেবী দূর্গাকে নিবেদন করেন। পরে দেবী দূর্গার আর্শীবাদ নেন ভক্তরা।

এবছর সরকারী নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজার রেখে আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে। দুর্গা পূঁজাকে আনন্দমুখর করে তুলতে মন্দিরগুলোতে নেওয়া হয়েছে নানা আয়োজন। প্রতিটি মন্ডপ ও আশপাশের সড়কগুলো রঙিন আলোয় করা হয়েছে আলোকসজ্জা। বিভিন্ন স্থানে নির্মান করা হয়েছে তোরণ।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top