শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


প্রচারণায় তুঙ্গে প্রর্থীরা

আটাব নির্বাচন ১৬ মার্চ


প্রকাশিত:
১৫ মার্চ ২০২২ ১৮:৩০

আপডেট:
১৬ মার্চ ২০২২ ০৪:২৭

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিজ অব বাংলাদেশের- আটাব

জমে উঠেছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিজ অব বাংলাদেশের- আটাব নির্বাচন। দেশের ট্রাভেল এজেন্সিগুলোর সর্বোচ্চ সংগঠনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর ইস্কাটন পুলিশ কনভেনশন সেন্টারে ১৬ মার্চ। আটাব সূত্রে জানা যায়, ৩৫০০ সদস্যের মধ্যে এবার ভোটার হয়েছেন ২ হাজার ৩০০ জন। ভোটাররা ২৯ সদস্যের কার্যনির্বাহী কামিটি’র বিভিন্ন পদে ভোট দিবেন। এদের মধ্যে ঢাকা জোনে ১৭ জন এবং চট্টগ্রাম ও সিলেট জোনে ৬ জন করে নির্বাচিত হবেন।

এবারের আটাব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দু’টি প্যানেল। একটি প্যানেল হচ্ছে সংগঠনটির সিনিয়র সদস্য তৌফিক উদ্দিন আহমেদের নেতৃত্বধীন আটাব সম্মিলিত ফোরাম এবং অপর প্যানেলটি হচ্ছে সাবেক সভাপতি মনজুর মোর্শেদ মাহবুবের নেতৃত্বাধীন আটাব গণতান্ত্রিক ঐক্যফোরাম। ইতোমধ্যে বেশ জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। আটাব সংশ্লিষ্টরা জানান, ট্রাভেল এজেন্সিগুলোর অধিকার নিশ্চিত করা এবং কার্যক্রমে স্বচ্ছতা আনার অঙ্গীকারে নির্বাচনে নেমেছে তৌফিক উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন আটাব সম্মিলিত ফোরাম। প্রথমবারের মতো এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্যানেল প্রধান তৌফিক উদ্দিন আহমেদ। তার প্রতি সমর্থন জানিয়েছেন আটাবের বর্তমান সভাপতি মনসুর আহমেদ কালাম, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসাইন তসলিম এবং হাবের সাবেক সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ মজুমদার-সহ সিনিয়র ব্যাক্তিত্বরা।

অপরদিকে বিমান ভাড়া কমানোর প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছে এসএম মঞ্জুর মোর্শেদ মাহবুবের নেতৃত্বাধীন আটাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট। তবে মঞ্জুর মোর্শেদ মাহবুবের বিরুদ্ধে কিছু অভিযোগ তোলেন আটাবের ভোটার ও সদস্যরা। যার কারণে গেল নির্বাচনে মাহবুবের প্যানেল দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারেনি। ভোটারদের অভিযোগ, সভাপতির দায়িত্বে থাকাকালে ২০১৯ সালে আটাব অনলাইন লিমিটেড নামে একটি এজেন্সি খুলে শতাধিক ব্যক্তির কাছে থেকে প্রায় ৩ কোটি টাকা শেয়ার বাবদ নেন মাহবুব। কিন্তু সরকারী অনুমোদন না পাওয়া এই উদ্যোগ ভেস্তে যায়। এখন পর্যন্ত শেয়ারের প্রত্যাশিত টাকা ফেরত পাননি অনেকেই। নিজেদের টাকা পেতে মন্ত্রণালয় ও আটাবে বিনিয়োগকারীর লিখিত অভিযোগ করেন। এটি নিয়ে ক্ষোভ রয়েছে আটাব সদস্যদের। যা নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা অনেক আটাব সদস্যদের।

এসএন/জুআসা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top