রমজান মাসের কিছু সহজ আমল
প্রকাশিত:
২ এপ্রিল ২০২২ ২৩:১৫
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৩:০৪

রমজান মাস অত্যন্ত বরকত পূর্ণ। এই মাসের আমলে আল্লাহ তাআলা দিগুণ সওয়াব দান করেন। পবিত্র এই মাসে সাহরি, ইফতার ও তারাবিসহ কিছু বিশেষ আমল রয়েছে। তবে এসব ছাড়াও আরও প্রচুর আমল রয়েছে, যেগুলো বছরের অন্য সময়ের মতো রমজানেও করা যায়; এতে বিপুল সওয়াব অর্জিত হয়।
স্বাভাবিক থাকুন ও সচরাচর আমলগুলোর পাশাপাশি সম্ভব হলে আরও কিছু আমল যোগ করতে পারেন। তবে স্বাভাবিক যেসব আমল করতে পারেন, কিছু সহজ আমল উল্লেখ করা হলো।
১. শারীরিকভাবে পবিত্র থাকুন অজুসহ।
২. জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ এবং তারাবি ও তাহাজ্জুদ আদায় করুন।
২. রোজা রাখুন ঈমান ও আশার সঙ্গে।
৩. সব প্রকার গুনাহমুক্ত থাকুন, বিশেষ করে চোখের হিফাজত করুন।
৪. জিকির, দুরুদ, ইস্তেগফার ও প্রচুর পরিমাণে দোয়া করুন।
৫. কিছু সময় কোরআন তিলাওয়াত করুন, তাফসির পড়ুন ও মর্মোপলব্ধি করুন।
৬. যতটুকু সম্ভব দান-সদকা করুন।
৭. পরিবার ও অধীনস্তদের দায়িত্ব কমিয়ে দিন— যাতে তারা বেশি করে ইবাদাতে সময় দিতে পারে।
৮. কিছু সময় দাওয়াতি কাজ করুন। মানুষকে দ্বীনের পথে ডাকুন।
৯. দুয়েক দিনের ভেতর বাজারের সব কাজ শেষ করুন। ঈদসামগ্রীসহ ও অন্যান্য কেনাকাটা সম্ভব হলে আগেই করে রাখুন। যেন রমজানে খুব কম সময় বাজারে গেলেও চলে।
১০. ইতিকাফের নিয়ত করুন।
১১. হালাল রুজিতেও সময় দিন।
রমজান মাস সহজভাবে নিয়ে ছোট ছোট কাজগুলো করার চেষ্টা করুন। পাশাপাশি অন্যান্য আমলেও মনোনিবেশ করতে পারলে রমজান সার্থক হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তাওফিক দিন, আমিন।
এসএন/তাজা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: