শেষ ওয়ানডেতে এবাদতের অভিষেক
প্রকাশিত:
১০ আগস্ট ২০২২ ২৩:৩৬
আপডেট:
২৯ মার্চ ২০২৫ ০৬:৩৮
আজ বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে। এ নিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টির পর সবকটি ওয়ানডেতে টস হারল বাংলাদেশ।
আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ। প্রথম দুই ম্যাচ হেরে ২-০তে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে ২০০১ সালের পর ওয়ানডেতে হোয়াইটওয়াশের চোখ রাঙানি দিচ্ছে।
এ ম্যাচে বাংলাদেশ একাদশে পেসার এবাদত হোসেনের অভিষেক হচ্ছে। চোটের কারণে দ্বিতীয় ম্যাচে না খেলা মোস্তাফিজুর রহমান ফিরেছেন একাদশে। তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের পরিবর্তে মাঠে নামছেন মোস্তাফিজ ও ইবাদত ।
এদিকে জিম্বাবুয়ে একাদশে দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পাওয়ায় ইনজুরিতে রেজিস চাকাভা। অভিষেক হচ্ছে ক্লাইভ মাদান্দের।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), আনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ : সিকান্দার রাজা (অধিনায়ক), ব্র্যাডলি ইভান্স, লুক জঙ্গুয়ে, ইনোসেন্ট কাইয়া, তাকুদজোয়ানাশে কাইতানো, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি।
সম্পর্কিত বিষয়:
বাংলাদেশ ম্যাচ
আপনার মূল্যবান মতামত দিন: