বিশ্বকাপ জার্সি উন্মোচন ব্রাজিলের
প্রকাশিত:
১১ আগস্ট ২০২২ ০৪:১৭
আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:২২

কাতার বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি ১০০ দিনের কিছু বেশি । টুর্নামেন্টের ফেভারিটরা আসরে দেখতে কেমন হবে তার প্রস্তুতি নেয়া হয়েছে এরমধ্যেই।
সম্প্রতি কাতার বিশ্বকাপের অন্যতম দাবিদার ব্রাজিলের হোম ও অ্যাওয়ে জার্সি উন্মোচন হয়েছে। ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি জার্সিগুলো উন্মোচন করে।
ব্রাজিলের হোম জার্সিটি হবে তাদের ঐতিহ্যবাহী হলুদ ও সবুজের মিশেলে। যেখানে অ্যাওয়ে কিটে থাকছে ক্লাসিকাল নীল। এই রঙের অ্যাওয়ে জার্সি দলটি ১৯৫৪ বিশ্বকাপ থেকে পরে আসছে।
দুটি জার্সিই জাগুয়ার প্যাটার্নে করা হয়েছে। এবারের হলুদ হোম জার্সিটি আগের ক্লাসিক গোল্ড থেকে কিছুটা উজ্জ্বল করা হয়েছে। কলারে সবুজের সঙ্গে নীল স্ট্রাইপ দেওয়া হয়েছে। জার্সির একমাত্র বোতামটি অনেকটা দেশটির পতাকার সঙ্গে মিল রেখেই করা হয়েছে।
অন্যদিকে অ্যাওয়ে কিটে কোনো কলার বা বোতাম রাখা হয়নি। তবে গোলকিপারের জার্সিতে হোম ও অ্যাওয়ে কিটের মিশেল রাখা হয়েছে।
উল্লেখ্য, পাঁচবারের রেকর্ড বিশ্বকাপ জয়ীরা ২০ বছর আসরটির ট্রফির দেখা পায় না। সবশেষ তারা ২০০২ বিশ্বকাপ জিতেছিল।
সম্পর্কিত বিষয়:
ব্রাজিল
আপনার মূল্যবান মতামত দিন: