ডমিঙ্গোর পদত্যাগের বিষয়টি গুজব: বিসিবি সিইও
প্রকাশিত:
২৬ আগস্ট ২০২২ ০২:০৯
আপডেট:
২৬ আগস্ট ২০২২ ০৫:৪২

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দলের দায়িত্বে আর নেই রাসেল ডমিঙ্গো। এখন থেকে ওয়ানডে ও টেস্ট ফরম্যাটটা দেখার কথা তাঁর। বৃহস্পতিবার সকাল থেকে শোনা যাচ্ছিল ওয়ানডে ও টেস্টের দায়িত্বও ছেড়ে দিয়েছেন ডমিঙ্গো। তবে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী ডমিঙ্গোর পদত্যাগের বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আসলে আমরা বিষয়টি দেখেছি। আমি মনে করি, এটা হচ্ছে, রাসেলের সঙ্গে কিছু গণমাধ্যম যোগাযোগের পর সেখানে বিষয়টা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। রাসেল হয়তো একভাবে বোঝাতে চেয়েছে কিন্তু দু-একটা সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে এভাবে (পদত্যাগ করেছে) তুলে ধরেছে।’
বিসিবি সিইও জানান, “আজ সকালেও রাসেলের সঙ্গে কথা হয়েছে। আপনাদের সঙ্গেও দু-এক দিন আগে প্রেস মিট করেছে। সেখানে প্রেসিডেন্টও ছিলেন। তার আগে বোর্ড সভাপতির সঙ্গে রাসেলের ডিটেইল আলোচনা হয়েছে। কিভাবে টেস্ট ও ওয়ানডে টিম নিয়ে কাজ করবেন, রাসেল সেভাবেই কাজ করে যাচ্ছে। আশা করছে, খুব শিগগিরই ডিটেইল পরিকল্পনা বোর্ডকে জমা দেবে। সামনে ‘এ’ দলের একটি সফর আছে। সেখানেও সে থাকবে। পদত্যাগের কথাটা কোথা থেকে এসেছে এটা বলতে পারব না।”
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: