বাঘিনীদের ৫০ লাখ টাকা পুরস্কার দেবেন বাফুফের মানিক
প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২২ ০৩:৫৬
আপডেট:
২৯ মার্চ ২০২৫ ০৬:৪৩

বাংলাদেশ নারী ফুটবলারদের সাফ চ্যাম্পিয়নশিপে সাফল্যে আনন্দের জোয়ারে ভাসছে গোটা দেশ। দেশের জন্য সম্মান বয়ে আনায় বাঘিনীদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন বাফুফে সহ-সভাপতি ও তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক।
নারী দলকে বরণ করে নিতে বাফুফে কর্মকর্তারা আগে থেকেই বিমানবন্দরে উপস্থিত ছিলেন। সেখানেই গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নারী দলকে ৫০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেন বাফুফে সহ-সভাপতি ও তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক। এর আগে সমপরিমাণ অর্থ পুরস্কারের ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সম্পর্কিত বিষয়:
বাংলাদেশ নারী ফুটবলার
আপনার মূল্যবান মতামত দিন: