‘গোল্ডেন ডাক’ দিয়ে সিপিএল অভিষেক সাকিবের
প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২২ ২২:৩০
আপডেট:
২২ সেপ্টেম্বর ২০২২ ২২:৩১

সাকিব আল হাসানের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শুরুটা ভালো হলো না। নতুন দলে অভিষেক ম্যাচে ব্যাট হাতে রীতিমতো গোল্ডেন ডাক। চারে ব্যাটি করা সাকিব আউট হন প্রথম বলেই।
এদিকে বল হাতেও সাকিব খুব একটা সুবিধা করতে পারেননি। ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন ১টি উইকেট। তবে সাকিব ভালো না করলে জিতেছে তার দল গায়ানা।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে শেষ হওয়া ম্যাচে গায়ানা ১২ রানে হারায় সাকিবের পুরনো দল জ্যামাইকা তালাওয়াহসকে। এবারের আসরে ধুঁকতে থাকা গায়ানার এটি সপ্তম ম্যাচে স্রেফ দ্বিতীয় জয়।
শুরুতে ব্যাট করে গায়ানা তোলে ১৭২ রান। জবাবে ব্যাট করতে নেমে জ্যামাইকা অলআউট হয় ১৬৬ রানে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: