শুক্রবার, ২৮শে মার্চ ২০২৫, ১৪ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


 জয়ের নায়ক সাকিব আল হাসান


প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২২ ২৩:১২

আপডেট:
২৮ মার্চ ২০২৫ ১২:৫১

 ছবি : সংগৃহীত

প্রথম দুই ম্যাচে প্রত্যাশা পূরণ না হলেও তিনি যে সাকিব আল হাসান, ফর্মে ফিরতে দেরি করেন না। রীতিমতো ঝড় তুলে ক্যারিবিয়ান ক্রিকেট লিগে (সিপিএল) ছন্দে ফিরলেন সাকিব আল হাসান। তার চমকেই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ৩৭ রানে হারিয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সকে।

রোববার (২৫ সেপ্টেম্বর) টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সাকিবের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স সংগ্রহ করে ১৭৩ রান। এ দিন ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সাকিব, গেল দুই ম্যাচে রান না পেলেও এবার ২৫ বলে ৩৫ রানের দারুণ এক ইনিংস খেলেন এই অলরাউন্ডার। এছাড়া দলটির হয়ে ওপেনার রহমানউল্লাহ গুরবাজ করেন ৬০ রান। শেষদিকে অধিনায়ক হেটমায়ার করেন ২৩* রান। ত্রিনবাগো হয়ে সুনীল নারাইন নেন ২ উইকেট। এছাড়া সামিট প্যাটেল নেন ১ উইকেট।

বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ত্রিনবাগো নাইট রাইডার্স সাকিবদের তোপের মুখে ১৩৬ রানেই অলআউট হয়ে যায়। কলিন মুনরো (৩০) আর সামিট প্যাটেল (৩৪) ছাড়া আর কেউ ইনিংস খেলতে পারেননি ত্রিনবাগো কোন ব্যাটার। পোলার্ড কিংবা রাসেল কেউই পাননি এদিন বড় রান। ম্যাচের শেষ দিকে নারিন করেন ১৯ রান। তাতে হারের ব্যবধানই কেবল কমেছে। শেষ পর্যন্ত গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ৩৭ রানে জয়ী হয়।

ব্যাটের পর বল হাতেও এদিন গায়ানার হয়ে মাঠ মাতিয়েছেন সাকিব। ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। বুঝিয়ে দিয়েছেন তিনি অনন্য। এছাড়া ইমরান তাহির নেন ২ উইকেট।

এই সাফল্যের পর সাকিব তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন ‘সাকিব আল হাসানের শক্তিশালী অলরাউন্ড পারফরমেন্স তাকে আজ ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার এনে দেয়। নাইট রাইডার্সের বিরুদ্ধে এই জয়ের ফলে, অ্যামাজন ওয়ারিয়র্স টেবিলের দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে।’

সংক্ষিপ্ত স্কোর-
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স: ১৭৩/৬ (২০ ওভার) গুরবাজ ৬০, হেমরাজ ৪, হোপ ১৪, সাকিব ৩৫, শেফার্ড ৬, হেটমায়ার ২৩, স্মিথ ২২*; নারাইন ২/২৩, রামপল ১/৫২, সামিত ১/২৩

ত্রিনবাগো নাইট রাইডার্স: ১৩৬/১০ (২০ ওভার) সেইফার্ট ১৩, মুনরো ৩০, সামিত ৩৪, পুরান ১, পোলার্ড ১৩, রাসেল ১২, নারাইন ১৯; সাকিব ৩/২০, জুনিয়র ২/২৬, মতি ১/১৬, তাহির ২/৩১, স্মিথ ১/২১

ফল: গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ৩৭ রানে জয়ী
ম্যাচসেরা: সাকিব আল হাসান


সম্পর্কিত বিষয়:

সাকিব আল হাসান

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top