ইনজুরির কারণে বিশ্বকাপ অনিশ্চিত পাওলো দিবালার
প্রকাশিত:
১০ অক্টোবর ২০২২ ২৩:৪১
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১২:৩৩

আর্জেন্টিনার খেলোয়ার পাওলো দিবালার বাজে ইনজুরিতে শেষ হতে বসেছে বিশ্বকাপ। ইতালিয়ান সিরিাআ- লিগে রোমার হয়ে খেলা এই তারকা মাংসপেশির চোটে পড়েছেন।
লিগের ম্যাচে লিসের বিপক্ষে রোমার ২-১ ব্যবধানে নিশ্চিত করা গোলে চোট পান দিবালা। আর্জেন্টাইন ফরোয়ার্ড পেনাল্টি থেকে গোল করেই চোট অনুভব করেন। এরপরেই তাকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়। তবে দলের কোচ হোসে মরিনহো বিশ্বাস করেন, বাজে ইনজুরিতে দিবালার বিশ্বকাপ অনিশ্চিত।
মরিনহো বলেন, ‘এটা খারাপ, আমার মনে হয় এটা খুবই খুবই খারাপ। আমি ডাক্তার না, তবে আমার অভিজ্ঞতা ও দিবালার সঙ্গে কথা বলে বুঝলাম এ বছর হয়তো আমরা তাকে আর পাবো না।’
আগামী ২০ নভেম্বর কাতারে বসছে ফিফা বিশ্বকাপ। তবে এ বছর মাঠে নামতে না পারলে বিশ্বকাপ খেলা হবে না তার।
সম্পর্কিত বিষয়:
আর্জেন্টিনা
আপনার মূল্যবান মতামত দিন: