মেসির ভাস্কর্য বানাবে বার্সেলোনা
প্রকাশিত:
১১ অক্টোবর ২০২২ ০০:৪৪
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০২:৪১

২০২১ সালে প্রায় ২০ বছরের সম্পর্ক শেষে বার্সেলোনা ছাড়েন লিওনেল মেসি। বিদায় বেলায় ফেয়ারওয়েলও ঠিকমতো পাননি আর্জেন্টাইন তারকা। তবে ৭ বারের ব্যালন ডি’অর জয়ীর প্রতি কৃতজ্ঞতা জানাতে ক্লাবটির ঐতিহাসিক স্টেডিয়াম ক্যাম্প ন্যুয়ের বাইরে মেসির ভাস্কর্য নির্মাণ করা হবে।
বার্সেলোনার প্রেসিডেন্ট লাপোর্তা এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা ক্যাম্প ন্যুয়ের বাইরে লিওনেল মেসির একটি ভাস্কর্য বানাবো। এই সিদ্ধান্তটি নিশ্চিত করা হয়েছে।’
এদিকে ফুটবল বিশ্বে গুঞ্জন চলছে আগামী মৌসুমেই বার্সায় ফিরছেন মেসি। যেখানে আগামী মৌসুমেই পিএসজির সঙ্গে মেসির বর্তমান চুক্তি শেষ হচ্ছে।
সম্পর্কিত বিষয়:
লিওনেল মেসি
আপনার মূল্যবান মতামত দিন: