সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৭ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


ব্রাজিল ও ফ্রান্স এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার: মেসি


প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২২ ২৩:৪২

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ০৯:৪৪

ছবি সংগৃহীত

এক মাস পর কাতারের মাটিতে গড়াতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ-২০২২। কার হাতে উঠতে যাচ্ছে বিশ্ব আসরের শিরোপা, তা নিয়ে আগ্রহের কোনো কমতি নেই দর্শকদের।

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির চোখে এবারের বিশ্বকাপের বড় দাবিদার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। একই তালিকায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকেও জায়গা দিয়েছেন সাতবারের ব্যালন ডিঅরজয়ী তারকা।

বিশ্বকাপের ফেভারিট কারা এমন প্রশ্নের জবাবে পাঁচটি দলের নাম বলেছেন মেসি। মেসির ফেভারিটে দলের তালিকায় ব্রাজিল, ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ড, জার্মানি ও স্পেন থাকলেও নেই আর্জেন্টিনা।

মেসির মতে, বড় দলগুলো যেমন ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড এবং স্পেন এরাই বিশ্বকাপে ফেভারিট। আমি হয়তো অন্য বড় দলের নাম ভুলেও যেতে পারি।

তবে আমাকে যদি একটা বা দুটা দলের নাম বলতে বলেন, তা হলে আমি বলব— আজকের অবস্থা ব্রাজিল ও ফ্রান্স এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার।

বিশ্বকাপের ঠিক চোট সমস্যা ব্যাপক ভাবাচ্ছে আর্জেন্টিনাকে। চোটের কারণে অনিশ্চিত হয়ে গেছে দলের দুই তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া ও পাওলো দিবালার বিশ্বকাপ। বিষয়টি নিয়ে চিন্তায় আছেন দলের অধিনায়ক মেসিও।


সম্পর্কিত বিষয়:

ফুটবল বিশ্বকাপ-২০২২

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top