বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ফ্রান্সের কান্তে
প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২২ ২২:০১
আপডেট:
৩১ মার্চ ২০২৫ ০৯:৪৮

কাতার বিশ্বকাপ খেলা হচ্ছে না ফ্রান্সের এন’গোলো কান্তের। হ্যামিস্ট্রিং ইনজুরির অপারেশন করানোয় প্রায় ৪ মাস মাঠের বাইরে থাকতে হবে এই তারকা মিডফিল্ডারকে। এমন খবর প্রকাশ করেছে বিসিবি।
৩১ বছর বয়সী কান্তে গত ১৪ আগস্ট ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির হয়ে টটেনহ্যামের বিপক্ষে ২-২ গোলের ম্যাচে চোটে পড়েন।
এ নিয়ে পরে এক বিবৃতিতে চেলসি জানায়, কান্তের অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে। তবে তিনি ৪ মাস মাঠে নামতে পারবেন না। এছাড়া পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই চোট সারাতে তারর অস্ত্রোপচারের ব্যাপারে সবাই সম্মত হয়।
ফ্রান্সের হয়ে গত বিশ্বকাপজয়ী কান্তে এই মৌসুমে চোটের কারণে বেশির ভাগ সময় মাঠের বাইরেই ছিলেন। প্রিমিয়ার লিগে মাত্র ২ ম্যাচ খেলেছেন। কান্তের বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার খবর বেশ বড় ধাক্কাই ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের জন্য।
এছাড়া পল পগবা ও আরেক মিডফিল্ডার টমাস লেমারকেও পাওয়া নিয়ে সন্দেহ আছেন। আগামী ৯ নভেম্বর বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার কথা ফ্রান্সের।
সম্পর্কিত বিষয়:
কাতার বিশ্বকাপ
আপনার মূল্যবান মতামত দিন: