সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৭ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


স্পেনের নাইট ক্লাব থেকে অস্ট্রেলিয়ান খেলোয়াড়ের মরদেহ উদ্ধার


প্রকাশিত:
২১ অক্টোবর ২০২২ ০০:৪৮

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ০৮:৩৭

ছবি সংগৃহীত

বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে নিখোঁজ হন অস্ট্রেলিয়ার রাগবি লিগের খেলোয়াড় লিয়াম হ্যাম্পসন। অবশেষে তাকে পাওয়া গেছে স্পেনে মৃত অবস্থায়।

বার্সেলোনার একটি নাইট ক্লাবের মেঝেতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে বিবিসি

অস্ট্রেলিয়ার ন্যাশনাল রাগবি লিগের (এনআরএল) খেলোয়াড়দের সঙ্গে ইউরোপ ভ্রমণে গিয়েছিলেন হ্যাম্পসন। তবে পরবর্তী সময়ে তিনি নিখোঁজ হয়েছেন বলে জানা যায়। ২৪ বছর বয়সী এই খেলোয়াড়ের পরিবার জানিয়েছে, আকস্মিক এই মৃত্যুতে তারা প্রচণ্ড মর্মাহত।

হ্যাম্পসন রেডক্লিফ ডলফিন্সের হয়ে কুইন্সল্যান্ড কাপে খেলেছেন। দলটি অস্ট্রেলিয়ার শীর্ষ লিগ এনআরএলে আগামী মৌসুমে খেলবে।

খবরে বলা হয়, গত মঙ্গলবার স্থানীয় সময় ভোর রাতে সালা অ্যাপোলো নাইট ক্লাব ছেড়ে যাওয়ার সময় তিনি তার বন্ধুদের থেকে আলাদা হয়েছিলেন। ২৪ ঘণ্টার বেশি সময় ধরে তাকে না পাওয়ায় স্বজনরা খুঁজতে সাহায্য চেয়েছিলেন। রিপোর্টে বলা হয়েছে, প্রায় ১০ মিটার উচ্চতা থেকে পড়ে হ্যাম্পসনের মৃত্যু হয়।

সূত্রঃ বিবিসি 


সম্পর্কিত বিষয়:

অস্ট্রেলিয়া

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top